Type Here to Get Search Results !

আড়াই বছরে ত্রিপুরায় ভিশন ডকুমেন্টের বাইরেও কাজ হয়েছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
আড়াই বছর পূর্ণ করলো রাজ্যের বিজেপি তথা শাসকদল।এই সময়কালের মধ্যে সরকার যেমন অনেক বাহবা পেয়েছে তেমনি অনেক সমালোচনাও হয়েছে।আড়াই বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।তিনি তার সোশ্যাল সাইটে লিখেন, " আড়াই বছর পূর্ণ করলো আমাদের সরকার।ত্রিপুরার সাধারণ মানুষ আমাকে, আমাদের সরকারকে যে দায়িত্ব দিয়েছিলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সরকার গড়েছিলেন,আমরা তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করছি।
এমন অনেক কাজ চলছে যা ভিশন ডকুমেন্টে ছিলোনা।স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলা থেকে ছোট ছোট দোকানিকে নিজের পায়ে দাঁড় করানোর মতো কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে রাজ্যে।বিরোধী বন্ধুরা ভাবেন তারা যেভাবে চালিয়ে গিয়েছেন সেটাই বোধহয় সিস্টেম।কিন্তু আজকে ত্রিপুরার যুব সমাজ এটা মনেপ্রাণে বিশ্বাস করছে যে,তারাও কিছু করতে পারেন।এত বিমান আসছে,ট্রেন আসছে ত্রিপুরায়, নদীপথে বাণিজ্য শুরু হয়েছে,সবদিক থেকেই ত্রিপুরা এগিয়ে চলেছে সাম্নের দিকে।এখন এই কোভিড পরিস্থিতিতে আলোচনা সমালোচনার সময় নয়।এখন মানুষের জীবন বাঁচাতে হবে।আলোচনা সমালোচনার অনেক সময় রয়েছে।" 

ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা

৯ই সেপ্টেম্বর ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.