আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনাজনিত পরিস্থিতি ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত খোঁজখবরে নানা স্থানে পরিদর্শন মুখ্যমন্ত্রীর

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
    কুমারঘাট ও ধর্মনগর সফরের পর বুধবার (৯ সেপ্টেম্বর) আমবাসায় গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।তিনি সেখানে করোনাজনিত পরিস্থিতি ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে যাবতীয় খোঁজখবর নেন।কথা বলেন সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে।মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকেও মিলিত হন।আমবাসায় ধলাই জেলাশাসকের কার্যালয়ে এই বৈঠক হয়।বৈঠকে সাধারণ প্রশাসন,পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছিলেন।

    মুখ্যমন্ত্রী করোনাজনিত পরিস্থিতি,স্বাস্থ্য পরিষেবা ও সরকারি কাজকর্মের অগ্রগতি সম্পর্কে খবরাখবর নেন।তিনি প্রশাসনের আধিকারিকদের নিয়ে বিভিন্ন জায়গা পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন আমবাসায় নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিকে ১৫ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার হাসপাতালে পরিণত করা হবে আগামী ২ দিনের মধ্যে।আগরতলা থেকে পাঠানো হবে ডক্টর ও টেকনিশিয়ান, O2 বেড সহ অন্যান্য আনুসাঙ্গিক সামগ্রী।
    আমবাসা থেকে মুখ্যমন্ত্রী যান খোয়াইতে।সেখানে জেলাশাসকের কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
    তারপর দলীয় কার্যকারিণী বৈঠকে অংশ নেন।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ৯ই সেপ্টেম্বর ২০২০
    3/related/default