Type Here to Get Search Results !

বর্তমানকালে অনন্য আলোর সন্ধান দিলো " উত্তরকাল "


মানুষের উচ্চতা থেকে স্বপ্নের উচ্চতা বরাবরই বেশি থাকে।বলা যায় নীলের গভীরতায় থাকা আকাশের উচ্চতার রহস্য আর স্বপ্নের মূল অর্থ প্রায় সমান সমান। তাই হয়তো স্বপ্নে বাঁচা মানুষ আকাশ ছুঁতে চায়।আর তাকে ছুঁতে গেলে চাই স্বপ্নের প্রতি নিষ্ঠা ও একাগ্রতায় যত্নবান থাকা।পাশাপাশি থাকে ছুঁতে চাওয়ার যোগ্যতায় নিজেকে দক্ষ করার প্রবল ইচ্ছা।রবীন্দ্র অনুভবকে নিজের মন মানসিকতায় লালন করে রাজ্যের স্বনামধন্য সঙ্গীতশিল্পী তাপসী চক্রবর্তী'র রবীন্দ্রসঙ্গীতের নতুন গানের অ্যালবাম "উত্তরকাল" হয়তো উচ্চতার স্বপ্নে বিভোর এমন বহু মানুষকে এক আলোর পথ দেখালেন।ভাবনা থেকে পরিচালনা - উদ্যোক্তা থেকে পরিবেশনা সবক্ষেত্রেই এক অনন্য আলোর সন্ধান পাওয়া গেলো এই "উত্তরকাল"-এ।আর সুনিশ্চিত সূর্যকিরণে গোটা "উত্তরকাল"-কে এক উজ্জ্বল আলোর বেষ্টনীতে বেঁধে বর্তমানকে আগামী স্বপ্নের পথে পরিচালিত করার প্রেরণা যোগালেন সংস্কৃতির আকাশের অন্যতম সূর্য তথা কিংবদন্তী অভিনেতা সর্বজন শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায়।শ্রদ্ধেয় শিল্পীর কণ্ঠে "উত্তরকাল" এর ভাবনার অমূল্য ছোঁয়ায় ঋদ্ধ হয়ে গেলো মনপ্রাণ।এ যেন হীরক খণ্ডের বিচ্ছুরণ।এই অমোঘ বিচ্ছুরণ আর সঙ্গীতশিল্পী তাপসী চক্রবর্তী'র সুন্দর গায়কী পাশাপাশি মনোমুগ্ধকর আবহ ও দৃশ্যায়ন "উত্তরকাল" এর আত্মপ্রকাশ লগ্নে আগরতলা প্রেস ক্লাবের সভাগৃহে উপস্থিত সবাইকে যে অনন্য আলোর স্পর্শে আরও সমৃদ্ধ করলো  তা হলফ করেই বলা যায়।







অ্যালবামটিতে মোট নয়টি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত রয়েছে।যেখানে শিল্পী তার দক্ষতার পরিচয় দিয়েছেন।ভাষ্যপাঠে আবারও শ্রেষ্ঠত্বের নিদর্শন রেখে আমাদেরকে গুণমানের পথ দেখালেন দেশবরেণ্য শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়।আবহ পরিচালনায় ছিলেন আর এক আলোর দিশারী শ্রদ্ধেয় দূর্বাদল চট্টোপাধ্যায়।ভাবনা এবং পরিচালনায় যশস্বী পরিচালক তপন বসু।তার অনুভবেই
"উত্তরকাল" -এ প্রাণপ্রতিষ্ঠা হয় যা সকল প্রাণকে ঋদ্ধ করেছে।রবীন্দ্র ভাবনায় সিক্ত রাগরঞ্জনী মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট এর আরও একটি সফল নিবেদন "উত্তরকাল"। উৎকৃষ্টমানের উদাহরণে থাকলো শব্দগ্রহণ, শব্দ সংযোজনা, দৃশ্যায়ন ও সম্পাদনা সহ গোটা অ্যালবামটি।আর যে কাণ্ডারীর হাত ধরে "উত্তরকাল" ভূমিষ্ঠ হলো তিনি ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সংস্কৃতিসেবী এবং সঙ্গীতশিল্পী তাপসী চক্রবর্তী'র জীবনসঙ্গী শুভঙ্কর চৌধুরী।
এবছর দুর্গোৎসবের ষষ্ঠীর সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত
"উত্তরকাল" এর অনলাইন উদ্বোধনের সাক্ষী ছিলেন রাজ্যের বিশিষ্ট লেখক ও অধ্যাপক রামেশ্বর ভট্টাচার্য, স্বনামধন্য চিত্রকর স্বপন নন্দী,বিশিষ্ট সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক সহ আরও গুণীজনেরা।এদিনের গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজ্যের সুখ্যাত এবং বিশিষ্ট বাচিক শিল্পী সুমন ভট্টাচার্য।
আরশিথা এই উচ্চমানের নিবেদনে সহযোগী হতে পেরে ধন্য হলো।উদ্যোক্তা সহ "উত্তরকাল" এর গোটা পরিবারের প্রতি এইজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমানকালে আলোর পথের সন্ধান দেওয়া "উত্তরকাল" এর প্রতি রইলো অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।


প্রধান সম্পাদকের কলমে


আরশিকথা হাইলাইটস

৮ই নভেম্বর ২০২০        

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.