আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

    আগরতলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনের ২নং হলে।সম্মেলনের পর আগরতলা প্রেস ক্লাবে শুরু হয় ভোট গ্রহণ পর্ব।তারপর শুরু হয় গণনা।সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক প্রণব সরকার।সম্পাদকীয় প্রতিবেদনের উপর বরিষ্ঠ সাংবাদিকরা আলোচনা করেন।

     কেউ পক্ষে তো কেউ বিপক্ষে আলোচনা করেন।বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত অরুণ নাথ,জয়ন্ত ভট্টাচার্য, জয়ন্ত দেবনাথ,সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা আলোচনা করেন।২৮৮ জন ক্লাব সদস্যের অধিকাংশই উপস্থিত ছিলেন।বেলা ১১টা থেকে সম্মেলন শুরু হয়।এদিন ক্লাবের আয় ব্যয়ের হিসেবও পেশ করা হয়েছে।১২-৭-২০১৯ তারিখ থেকে ২৩-১০-২০২০ পর্যন্ত ক্লাবের খরচ দেখানো হয় ১৩ লক্ষ ১৮ হাজার ৫৮৫ টাকা।তার মধ্যে নগদ হাতে রয়েছে ৩৯ হাজার ৪৩৪ টাকা।প্রসঙ্গত এবারের প্রেস ক্লাব নির্বাচন ঘিরে দুই প্যানেলের প্রার্থী ও ভোটারদের মধ্যে টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়।



    বেলা দেড়টা নাগাদ প্রেস ক্লাবে দুইটি বুথে শুরু হয় ভোট গ্রহণ পর্ব।আর.ও হিসেবে ছিলেন সন্দীপ দত্ত চৌধুরী।সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার দুইজন।মোট ১১টি পদের জন্য ভোট গ্রহণ করা হয়।প্রতিদ্বন্ধিতায় ছিলেন ২২ জন প্রার্থী। 


    আগরতলা ত্রিপুরা খবর

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ৮ই নভেম্বর ২০২০



     

    3/related/default