Type Here to Get Search Results !

আজো আছে"...... আমেরিকা থেকে রবীন্দ্র চক্রবর্তী'র অনুভব

# সাহিত্য-সংস্কৃতি বিভাগ, আরশিথা #



আজো আছে"


আজো আছে ছেলেবেলা,

আজো আছে হাসি 

চোখের ভাষা আজো বলে 

তোমায় ভালোবাসি! 


বদলে গেছে ধরন-ধারণ 

বদলায় নি প্রাণ - 

ছোট্ট শিশু আজো বোঝে 

ভালোবাসার টান! 


বর্ষারাতে, বজ্রপাতে 

চমকে ওঠে ছেলে,

মার পরশে আজো ঘুমোয় 

শান্ত শ্বাস ফেলে! 


কিশোরী মেয়ে দূরের থেকে 

আড়চোখেতে চায়-  

ওই ছেলেটার মতো আর 

কে আছে দুনিয়ায়?


কাছে এলে কথা ভোলে 

বেরোয় না তো স্বর;

একটু হাসি এক মুহূর্তে,  

আপন করে পর! 


নেইতো কোথাও ভাবনা সেথা 

আছে মিষ্টি প্রেম - 

অর্থ হিসেব, জাতের হিসেব 

বড়োদের প্রবলেম!


- রবীন্দ্র চক্রবর্তী , আটলান্টা 

১২ই নভেম্বর ২০২০

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.