Type Here to Get Search Results !

আদালতে নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পেরঃ আরশিকথা দেশ-বিদেশ

নিজস্ব প্রতিনিধি আরশিকথাঃ

রাষ্ট্রীয় নথি গোপন করার মামলায় শুনানির সময় নিজেকে নির্দোষ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) বিকেলে মিয়ামির ফেডারেল আদালতে হাজির হয়ে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি।
 
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার ওই আদালতে আত্মসমর্পণ করলে সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতার দেখিয়ে কাঠগড়ায় তোলা হয়।
 
ট্রাম্প আদালতে প্রবেশের পর বিচারক জনাথন গুডম্যান সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান। প্রায় ৪৫ মিনিট ধরে শুনানি চলে। তবে অভিযোগ শোনার পর ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন।
 
পরে আদালত থেকে বের হয়ে একটি কিউবান রেস্তারাঁয় প্রবেশ করেন ট্রাম্প। এ সময় উপস্থিত সমর্থকরা ট্রাম্পকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানান। বুধবার (১৪ জুন) ট্রাম্পের জন্মদিন। পরে ব্যক্তিগত বিমানে চড়ে নিউ জার্সির উদ্দেশে যাত্রা করেন তিনি।
 এর আগে এই মামলায় আদালতে হাজির হতে স্থানীয় সময় সোমবার (১২ জুন) মিয়ামিতে পৌঁছান ট্রাম্প।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় দুপুর ২টা ৫৪ মিনিটে নিজস্ব বিমানে করে মিয়ামিতে পৌঁছান।
 
মিয়ামিতে আসার জন্য নিউ জার্সি থেকে যাত্রা করার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি আশা করি, গোটা দেশই দেখতে পাচ্ছে যে, কট্টর বামপন্থিরা আমেরিকার সঙ্গে কী করছে।’
 
এদিকে, জরিপ সংস্থা ইপসস এবং বার্তা সংস্থা রয়টার্সের নতুন জরিপ থেকে দেখা গেছে, বেশিরভাগ রিপাবলিকান সমর্থক মনে করেন যে, ট্রাম্পের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পাশাপাশি ২০২৪ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থীদের বিপরীতে ট্রাম্পের জনপ্রিয়তা আরও বেড়েছে।

জরিপ অনুসারে ৮১ শতাংশ রিপাবলিকান সমর্থক মনে করেন, ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই এ মামলা করা হয়েছে। এছাড়া, ৪৩ শতাংশ স্ব-স্বীকৃত রিপাবলিকান সমর্থক ডোনাল্ড ট্রাম্পকে তাদের পছন্দের প্রার্থী বলে বেছে নিয়েছেন। বিপরীতে ২২ শতাংশ সমর্থক বেছে নিয়েছেন রন ডিস্যান্টিসকে।
 
রাষ্ট্রীয় গোপন নথি অবৈধভাবে নিজের কাছে রাখা এবং সেগুলো গোসলখানায় রেখে দেয়ার মতো অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ উঠেছে সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। এ মামলায় আদালতে দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর আগে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার ঘটনায় গত মার্চে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প।


আরশিকথা দেশ-বিদেশ


তথ্য ও ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

১৪ই জুন, ২০২৩
 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.