রাজ্যে পালিত হলো বিশ্ব রক্তদাতা দিবস। মূল অনুষ্ঠান হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।
বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে ও রক্তদাতাদের মানবিক অবদানকে স্বীকৃতি দিতে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত যে কোন সুস্থ স্বাভাবিক মানুষ তিন মাস অন্তর অন্তর রক্তদান করতে পারেন। আর মহিলারা চার মাস অন্তর অন্তর রক্তদান করতে পারেন। বিশ্ব রক্তদাতা দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে রক্তদানে জনগণকে উৎসাহিত করা। স্বাস্থ্যবান নাগরিক যারা রক্তদানে সক্ষম হয়েও রক্তদানের নিরুৎসাহী তাদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করে স্বেচ্ছা রক্তদানের লক্ষ্যমাত্রা পূরণ করা।
এবছর বিশ্ব রক্তদাতা দিবসের ভাবনা হচ্ছে "রক্তদান করুন, প্লাজমা দিন, জীবনকে সর্বদা ছড়িয়ে দিন"। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব ডাঃ দেবাশীষ বসু, জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার অধিকর্তা শুভাশিস দাস, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের ভারপ্রাপ্ত অধিকর্তা ডাঃ সুপ্রিয় মল্লিক, স্বাস্থ্য শিক্ষা অধিকারের অধিকর্তা ডাঃ এইচ পি শর্মা, স্টেট ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন সরকার সহ অন্যান্যরা।
বক্তাদের প্রত্যেকেই স্বেচ্ছায় রক্তদানের উপর গুরুত্ব আরোপ করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
১৪ই জুন, ২০২৩