হস্তলেখা ( Graphology ) দেখে এখন ঘরে ঘরে আমরা ভালো ফলাফল দেখতে পাচ্ছি। যেমন স্কুল, কলেজ, ব্যবসাক্ষেত্র ও অন্যান্য সংস্থাতেও হস্তলেখার পরিচয় পাওয়া যাচ্ছে। হস্তলেখা ( Graphology ) বিশ্লেষণে এর পরিচয় আমরা পাই নীচে উদ্ধৃত বিষয়গুলির মাধ্যমে-
১) হস্তলেখার মাধ্যমে আমরা বুঝতে পারি মানুষের বিভিন্ন রকম পরিচয় ও চরিত্রের গুনাগুণ, সেই কারণে হস্তলেখার বিচারে কোন কিছুর কাজের দিকে এগুবার সুযোগ ও সঠিক ব্যবস্থা করে নিতে পারি।
২) হস্তলেখা বিশ্লেষণের সাহায্যে বিভিন্ন মাধ্যমে যথা শিক্ষামূলক স্থানে ছাত্রদের গুনাগুণ ও চরিত্র সম্বন্ধে বিভিন্ন বিষয় অনুধাবন করতে পেরে ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।
৩) হস্তলেখা বিশ্লেষণ করে মানুষের ভবিষ্যৎ সম্বন্ধে অনেক বিষয় জানতে পারা যায় । তার ফলে এটাও বোঝা যায় যে মানুষটি সঠিক পথে এগোচ্ছে কিনা।
৪) যারা চাকরি করতে চান তাদের জন্য হস্তলেখা বিশ্লেষণ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এর দ্বারাই বোঝা যেতে পারে সেই ব্যক্তি চাকুরী ক্ষেত্রে উপযুক্ত কিনা যা প্রত্যক্ষ সাক্ষাৎকারে বোঝা সম্ভব নাও হতে পারে।
১২ রকমের সুযোগ সুবিধা দেখা যায় হস্তলেখা বিশ্লেষণ করে
.......................... .......................... ..............
১) হস্তলেখা বিশ্লেষণ করে বিশ্বের দরবারে আমরা নতুনভাবে জানতে পারি বা বুঝতে পারি কোন ব্যক্তির রূপ ও পরিচয়।
২) হস্তলেখা বিশ্লেষণ করে প্রমাণ করা যায় ভেতরে কি ব্যক্তিত্ব লুকিয়ে আছে।
৩) এর দ্বারা বোঝা যেতে পারে একজনের সঙ্গে অপরজনের সম্পর্ক।
৪) পারস্পরিক ভুল ধারণা যদি তৈরি হয়ে থাকে তাও শুধরে নেওয়া যেতে পারে হস্তলেখা বিশ্লেষণ করে।
৫) বন্ধুস্বজন কেউ কারোর প্রতি আসক্ত কিনা তাও জানা সম্ভব।
৬) কারোর সম্পর্কে অজান্তে কিছু ভুল ধারণা গড়ে উঠলে তাও দূর করা যেতে পারে।
৭) কখনও আমরা চিন্তা করি বোধহয় ভুল পথে পা বাড়াচ্ছি- হস্তলেখা বিশ্লেষণ করে তাও শুধরে নেওয়া সম্ভব।
৮) আগে জানতে হবে নিজের বিষয় ও পরে অন্যের বিষয় যা বিশেষভাবে সত্য বিচারের সঙ্গে জড়িত।
৯) দেখে নেওয়া উচিত যে কতটা দৃঢ়তা রয়েছে বিষয়ের ওপর যাতে সফলতার দিকে পা বাড়ানো বুদ্ধির পরিচয় হবে।
১০) নিজের শক্তি বিচার করে ভাগ্য শক্তির দ্বারা হস্তলেখার বৈশিষ্ট প্রকাশ করা যেতে পারে।
১১)নিজের দুর্বলতা বিচার করে যদি দুর্বলতার প্রমাণ পাওয়া যায় তাহলে খুব উপকারে আসে হস্তলেখা।
১২) মোটামুটি ধরে নেওয়া যেতে পারে এটি জরুরী বিষয় এবং অত্যন্ত দরকারী যা বিশেষ সীমারেখার দ্বারা প্রমাণিত।
লেখকঃ ডঃ বাণীব্রত সেনগুপ্ত, কোলকাতা
ভারত গৌরব ও ভারতের শ্রেষ্ঠ নাগরিক সম্মানপ্রাপক গ্র্যাফোলজিস্ট
সৌজন্যেঃ রূপম রায়