Type Here to Get Search Results !

বাংলাদেশে এক হাজার বছর আগের প্রশ্নে মাধ্যমিক পরীক্ষা!

ঢাকা ব্যুরো অফিস: বাংলাদেশে হাজার বছর আগের প্রশ্নে এবারের এসএসসি পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। এমন কথা শুনলে সবার চোখ কপালে উঠার কথা। তবে বাস্তবে এমন প্রশ্ন পাওয়া গেছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায়। পরীক্ষা আরম্ভ হওয়ার প্রথম দিনেই প্রশ্নে এমন ত্রুটি দেখা গেছে। শনিবার সকাল ১০টায় ‘বাংলা’ প্রথমপত্র বিষয়ে বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বহুনির্বাচনী পরীক্ষার ‘ক’ সেটের প্রশ্নে লেখা ছিল, ‘১০১৯ সালের সিলেবাস অনুযায়ী’। রাজধানীর একটি স্কুলের একজন এসএসসি পরীক্ষার্থীর পাঠানো প্রশ্নে দেখা গেছে, বিষয়ের নামের নিচেই তৃতীয় বন্ধনীর ভেতরে লেখা রয়েছে, ‘১০১৯ সালের সিলেবাস অনুযায়ী’। ঢাকা শিক্ষা বোর্ডে ত্রুটিপূর্ণ এই প্রশ্নেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করলে তাদের জানানো হয়, ‘প্রিন্টিং মিসটেকের’ কারণে এ ভুল হয়েছে। এটা ২০১৯ সাল হবে। পরীক্ষার প্রশ্নপত্রে এত বড় ভুল কীভাবে হয়, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশ্ন উঠেছে। এ প্রশ্নের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন। পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

২রা ফেব্রুয়ারি ২০১৯ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.