আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নাবার্ডের আর্থিক সহায়তায় 'ভাট' সংস্থার উদ্যোগে বিভিন্ন ব্লক এলাকায় সচেতনতামূলক শিবির

    আরশি কথা
    আগরতলা ডেস্কঃ
     ভারত সরকারের বিশেষ সমাজ সুরক্ষা যোজনার অন্তর্ভুক্তি নিয়ে নাবার্ডের আর্থিক সহায়তায় ভলান্টারি হেলথ এ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে গ্রামীণ মহিলা স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লক এলাকায় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়। 
    ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন এলাকাতে অনুষ্ঠিত হবে এই সমস্ত সচেতনতামূলক শিবির। গত ২ ফেব্রুয়ারি এর প্রথম অনুষ্ঠান হয় জিরানীয়া মহকুমার অগ্নিবীণা হলঘরে। 
    প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইউবিআই ব্যাংকের চিফ ম্যানেজার অলক চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ডের এজিএম পবিত্র নায়ার, ভাট' সংস্থার সহ অধিকর্তা সুজিত ঘোষ। 
    শিবিরে অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা এবং প্রধানমন্ত্রী জনধন যোজনা ইত্যাদি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 
    সচেতনতা শিবিরে জিরানীয়া ব্লকের প্রায় ৪০০ জন স্ব-সহায়ক দলের সদস্যারা অংশ নেয়। 

    ছবিঃ সৌজন্যে সুজিত ঘোষ

    ৩রা ফেব্রুয়ারি ২০১৯ইং   

    3/related/default