আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গত এক সপ্তাহে ১৯৩ মেঃ টন আনারস রাজ্য থেকে রপ্তানি হয়েছে

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
    রাজ্যের আনারস দেশ বিদেশে রপ্তানি নিয়ে যে বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে তা খণ্ডন করলো প্রদেশ বিজেপি। ভিত্তিহীন খবরের নিন্দা জানিয়ে গত এক সপ্তাহে রাজ্য থেকে যে পরিমাণ আনারস দেশ বিদেশে রপ্তানি করা হয়েছে তার তথ্য তুলে ধরা হয়। 
    গত এক সপ্তাহে রাজ্য থেকে ১৯৩ মেঃ টন আনারস রপ্তানি হয়েছে। দিল্লী,কলকাতা,গুয়াহাটি ও বাংলাদেশে আনারস রপ্তানি করা হয়। এই প্রক্রিয়া এখনও চলছে। পুরো মরসুম ব্যাপী আনারস রপ্তানির প্রক্রিয়া জারি থাকবে। দিল্লীতে ৮০ মেঃ টন, কলকাতায় ২.১ মেঃ টন, গুয়াহাটিতে ৫ মেঃ টন ও বাংলাদেশে ১০৬ মেঃ টন আনারস পাঠানো হয়েছে। কিউ প্রজাতির আনারস রপ্তানি করা হয় ৫৬ হাজারটি। কুইন প্রজাতির আনারস রপ্তানি হয়েছে ১ লক্ষ ১৬ হাজারটি। রাজ্যের খোলা বাজারে এখন আনারসের দাম বেশী হওয়ায় কোনও রকম ভ্রূক্ষেপ নেই দলের। তাদের অভিমত - দাম বেশী মানে কৃষকদের কাছে টাকাটা যাচ্ছে। বিজেপি চায় কৃষকদের হাতে টাকা পৌঁছাক। সোমবার (১০ জুন) প্রদেশ বিজেপি'র কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র অশোক সিনহা আরও বলেন, ত্রিপুরায় ফুড প্রোসেসিং সেন্টার গড়ার জন্য ইতিমধ্যে পাঁচটি প্রোজেক্ট সাবমিট করা হয়েছে। কেউ আনারস রপ্তানি করতে চাইলে তাদের উদ্দেশ্যে বলেন, টিআইডিসি-তে যোগাযোগ করার জন্য। ডাঃ সিনহা স্পষ্টতই বলেন, ত্রিপুরায় আনারসের ভবিষ্যৎ অন্ধকার নয়। চাষিদের উৎসাহিত করার জন্য পজিটিভ নিউজ প্রচারের আহ্বান জানান তিনি। যে কোনও পরিস্থিতিতে এগিয়ে যেতে হলে বিজেপি দল পজিটিভ চিন্তাধারাতেই বিশ্বাসী বলে দাবি করেন।

    ছবিঋণঃ ইন্টারনেটের সৌজন্যে

    ১০ই জুন ২০১৯ইং  
    3/related/default