আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমি কে" ...বাংলাদেশ থেকে শাহানুর আলম উজ্জ্বল এর কবিতা

    আরশি কথা
    আমি কে... আমি কে, আমি কেমন? সভাব যেমন, ঠিক তেমন। চলাফেরা, কথার বচন- যেমন-যেমন, ঠিক তেমন। এই যে ঘোরে সমাজপাটে- দু’পা ফেলে নীরব হাঁটে। দূরন্ত দূর দৃষ্টিহারা- কার ইশারায় কার পাহারা। ক্ষণেক তিথি ধরার স্বজন- মুসাফির সরব জনন। শুক্রাণুর ওই শুষ্ক মাঠে- সওদা করি জলজ হাটে। সেই মানুষ, আপন প্রাণে সরল মন। অগনন ইঙ্গিতে তাঁর প্রাণ স্মরণ। ঈষৎ হাসি, শব্দ চাষি- তেমন বটে, যেমন-যেমন। আমি তেমন। আমি কেমন? পাখির ডানায় উড়ে যাওয়া, হাওয়ার মত মিলিয়ে ধাওয়া। বিন্দু-বিন্দু জলের কণা- চিকচিক রূপ আলোর সোনা। রোদ্র আলোয় খেলার ছলে- বিস্মৃতি সেই কথা বলে। আপন মনে, লেখার ক্ষণে মেঘের কপাল শীতলতায়- বৃষ্টি দিয়ে দৃষ্টি হারায়। সেই স্বরূপে অরূপ আমি- নিজের কাছে নিজেই দামী। এমন ভাবেই থাকি তেমন- যেমন-যেমন। আমি কেমন? বলতে পার একটি পাখি- ক্ষণবর মৌসুমে থাকি। কিংবা বল প্রজাপতি ক্ষুদ্রমাছি- মশার মত যেমন বাঁচি। তৃণলতা, পরগাছা গাছ- সাঁতার কাটা তিতপুঁটি মাছ। ব্যাঙের ছানা, জলে ভাসা টোপাপানা- বলতে পার থানকুনি ফুল- দোদুল দুলে, অকুলের কুল। পিঁপড়া মশাই, শুয়োপোকা- মায়ের কোলে ছোট্র খোকা। অভিন্ন নয় এইযে আমি- ধরার মাঝে মাঝির যামী। সকল ভিতর সদা গতিমান- নিষিক্ত রস স্রোতের প্রাণ। কালের খেয়া বহমান যেমন- আমি তেমন। আমি কেমন? বিন্দু জলে শিশির ফোটা- তড়িৎ গতিময়েই ছোটা! স্থিরতা পাহাড়সম অহংকারী- সূর্যমূখী পুস্পসভার দর্পহারী। বলতে পার রাখাল রাজা- মহারাজ্যের অনু প্রজা। পাহাড় ভাঙ্গা পথের ধুলি, দোয়েল ছানার প্রথম বুলি। সূর্যকণার শক্তি আঁধার। সত্য-মিথ্যা সকল ধাঁধাঁর। জলে-স্থলে মিথস্ক্রীয়ায়- একসত্তার বহতা রূপে ক্রমধারায়। চলছি আমি, অবিরত- ক্রমাগত ধারা খেলায় রক্তক্ষত। যদিও ভিন্ন স্বরূপ অবিকলে- আঁধার ঘরে অগ্নি জ্বলে। জ্বালাই নিত্য মহাকালে, কালের পথে। চঞ্চলাভাব দূরন্ততায় উজ্জ্বলে- নিজের সভাব বদলে ফেলি- পরিবেশের ডানায় তখন পাখনা মেলি। সকল স্বরূপ আমি নিজে- স্বয়ংক্রিয়া ঘটাই শুধু সৃষ্টি কাজে। এই যে আমি ক্ষুদ্রকণা-- মহাভান্ডার অভিন্ন এক সৃষ্টিদানা।

    -- শাহানুর আলম উজ্জ্বল,বাংলাদেশ

    ৬ই জুলাই ২০১৯
    3/related/default