আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বৃষ্টি ভালোবাসি" ......ত্রিপুরা থেকে অতনু রায় চৌধুরী এর কবিতা

    আরশি কথা
    বৃষ্টি ভালোবাসি ......


    আকাশ আজ মেঘলা হয়ে 
                   থমকে আছে দেখি ।
    আমি আমার বন্ধ ঘরে 
       নিজের মনে নতুন কিছু লিখি ।

    ভাবনা নিয়ে আছি আমি
                  আমার মতো করে ।
    ক্লান্তি সব মুছে যাক 
          জলে ভেজা আমার শহরে ।

     থাকুক ভালো তারাও আজ
            রিক্সা চালানো যাদের কাজ ।
    থাকুক সবার মুখেই হাসি 
             ক্ষয়ক্ষতি বিহীন বৃষ্টি বড় ভালোবাসি ।


    --- অতনু রায় চৌধুরীপশ্চিম ত্রিপুরা

    ৬ই জুলাই ২০১৯

    3/related/default