নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
চিনির পর এখন রেশনে চা পাতাও। শারদোৎসবের আগেই রেশনে চা পাতা পাবেন গ্রাহকরা। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র আগরতলা পুর নিগম এলাকার নাগরিকরাই। ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুর নিগম এলাকার রেশনশপগুলিতে চা পাতা সরবরাহ করবে ত্রিপুরা চা উন্নয়ন নিগম - জানালেন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা।
তিনি ঘোষণা দেন ২০২০ সালের মধ্যে আর্থিক ক্ষতিতে চলা এই প্রতিষ্ঠানকে নো লস নো প্রফিটে নিয়ে দাড় করাবেনই। মঙ্গলবার(২৭ আগস্ট) পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয় সংলগ্ন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের নতুন অফিসে সাংবাদিক সম্মেলন করেন তিনি। শ্রী সাহা জানান, ওনারা যখন দায়িত্ব নেন তখন চা উন্নয়ন নিগমের ক্ষতির পরিমাণ ছিলো ২.৩২ কোটি টাকা। বিগত ১৪ মাসে ক্ষতির পরিমাণ এক কোটি টাকা কমাতে পেরেছেন। রাজ্যে বর্তমানে প্রায় ৯০ লক্ষ কেজি চা উৎপাদন হচ্ছে। রাজ্যের ২২টি চা প্রক্রিয়াকরণ কারখানার মধ্যে নিগমের রয়েছে ২টি। নিগমের অধীনে চা বাগান রয়েছে ৩টি। বর্তমানে সবগুলি কারখানা কয়লা দিয়ে চলছে। নিগম সিদ্ধান্ত নিয়েছে দুর্গাবাড়ি ফ্যাক্টরি গ্যাস দিয়ে চলবে। জ্বালানী সরবরাহ করবে টিএনজিসিএল। এরজন্য শীঘ্রই টিএনজিসিএল এর সঙ্গে মৌ স্বাক্ষরিত হবে। চা উন্নয়ন নিগমের আর্থিক ক্ষতির পরিমাণ কমানোর জন্য বেশ কিছু পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি। সিদ্ধান্ত হয়েছে ১০লক্ষ চারাগাছ বেনিফিসিয়ারির মাধ্যমে বন্তন করা হবে। কমানো হয়েছে অপ্রয়োজনীয় খরচ। কলকাতায় চা এর নিলাম বাজারে এবার সর্বোচ্চ দাম উঠে প্রতি কেজি ১৭৭ টাকা। তাছাড়া বাংলাদেশে চা রপ্তানির জন্য ভারত সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারকে প্রস্তাব দেওয়া হয়। সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এর কাছে প্রস্তাব পাঠায় রাজ্য সরকার। এর আগেও প্রাক্তন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছিলো। বাংলাদেশ সরকার এবিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে বলে জানান শ্রী সাহা। রেশন শপের মাধ্যমে যে চা পাতা সরবরাহ করা হবে তা প্রতি ১০০ গ্রাম এর দাম ১৭ টাকা ধার্য করা হয়েছে। গুণমানের তুলনায় দাম আয়ত্বের মধ্যেই রাখা হয়েছে বলে দাবি করেন নিগমের চেয়ারম্যান। এদিনের সাংবাদিক সম্মেলনে নিগমের এম ডি নির্মল অধিকারী সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৭শে আগস্ট ২০১৯
চিনির পর এখন রেশনে চা পাতাও। শারদোৎসবের আগেই রেশনে চা পাতা পাবেন গ্রাহকরা। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র আগরতলা পুর নিগম এলাকার নাগরিকরাই। ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুর নিগম এলাকার রেশনশপগুলিতে চা পাতা সরবরাহ করবে ত্রিপুরা চা উন্নয়ন নিগম - জানালেন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৭শে আগস্ট ২০১৯