আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নেদারল্যান্ডে অনুষ্ঠিত " দ্বিতীয় এমপাওয়ারমেন্ট ক্যাপ " প্রকল্পে ত্রিপুরা থেকে আমন্ত্রণ পেলেন সুজিত ঘোষ

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ 
    ইউরোপিয়ান কমিশন " অ্যান্টিবায়োটিকের ঝুঁকি মোকাবিলা এবং প্রতিরোধ শীর্ষক" তিনবর্ষীয় শিক্ষা বিষয়ক এবং গবেষণামূলক প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য - অ্যান্টিবায়োটিকের ব্যবহার ব্যবস্থাপনা, বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক কোর্সে অ্যান্টিবায়োটিক সঠিক ব্যবহার ব্যবস্থাপনা যুক্ত করা, সামাজিক প্রচার, জনসাধারণ এবং চিকিৎসা বিষয়ক স্তরে  অ্যান্টিবায়োটিকের ধারণার অনুমান, প্রশিক্ষণ কর্মসূচী ইত্যাদি। এই প্রকল্পের সাথে ভারতের পাঁচটি বিশ্ববিদ্যালয়, দুটি সামাজিক সংস্থা ইউরোপের চারটি বিশ্ববিদ্যালয় এবং একটি হাসপাতাল যুক্ত। সামাজিক সংস্থা হিসাবে রাজ্যের " ভলান্টারি হেলথ এ্যাসোসিয়েশন অব ত্রিপুরা " সংস্থা এই প্রকল্পের অংশীদার হওয়ার মর্যাদা লাভ করেছে। আগামী ২রা -৫ই ২০১৯ এই প্রকল্পের " দ্বিতীয় এমপাওয়ারমেন্ট ক্যাপ " অনুষ্ঠিত হবে ইউরোপের নেদারল্যান্ড দেশের মাস্টরিচট বিশ্ববিদ্যালয়ে। যেখানে ভারত এবং ইউরোপীয় পার্টনার এবং বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত হয়েছেন। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ত্রিপুরা রাজ্য থেকে আমন্ত্রণ পেয়েছেন বিশিষ্ট সমাজকর্মী সুজিত ঘোষ। বর্তমানে তিনি ' ভাট ' এর সহকারী অধিকর্তা হিসাবে কর্মরত রয়েছেন। প্রসঙ্গত সুজিতবাবু বিগত দেড় দশক ধরে নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। আগামী ২৯শে আগস্ট সুজিতবাবু নেদারল্যান্ড এর উদ্দেশ্যে রওয়ানা হবেন। তার এই সাফল্যে ত্রিপুরা তথা ভারতবর্ষের সমাজকর্মীরা বেশ উৎসাহিত। 

    ২৭শে আগস্ট ২০১৯  
    3/related/default