Type Here to Get Search Results !

কলকাতায় বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২৪ জানুয়ারি

প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ‘আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান এবার হবে কলকাতায়। শুক্রবার (২৪ জানুয়ারি) ৭ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের (কলেজ স্কোয়ার) কলকাতা ইউনিভারসিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে কোলকাতার বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন কমিটি। এ অনুষ্ঠান পরিচালনায় থাকছে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ, পশ্চিমবঙ্গ রাজ্য শাখা। অনুষ্ঠান সূচিতে রয়েছে, উদ্বোধন সংগীত, আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, ছড়া-কবিতা পাঠ, আলোচনা, নৃত্য, আবৃত্তি আলেখ্য, সংগীত ও দুই দেশের লেখক কবি শিল্পী সাহিত্যিকদের যে মেলবন্ধন অনুষ্ঠান।
অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শ্রী শঙ্খ ঘোষ। প্রাক্তন উপাচার্য ও ভাষা গবেষক ড. পবিত্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাকখারুল ইকবাল, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান আয়োজক পর্ষদ ঢাকার আহ্বায়ক ও ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রস্তাবক রেজাউল হক চৌধুরী মুশতাক, আন্তর্জাতিক স্মারকগ্রন্থের সম্পাদক ও ভারতের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ড. দেবব্রত দেব রায়, উত্তরণের সম্পাদক ও কবি শ্রী কমল দে শিকদার, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ড. বীথিকা চৌধুরী, শিশুসাহিত্যিক ও শিশুসাহিত্যের গবেষক ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, কবি ও প্রাক্তন দূরদর্শন অধিকর্তা শ্রী পঙ্কশ সাহা, প্রাবন্ধিক ও গবেষক ড. আবদুর রব, কবি ও সাহিত্যিক ড. হাসমত জালাল প্রমুখ। এছাড়াও বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান আয়োজক পর্ষদ ঢাকার আহ্বায়ক রেজাউল হক চৌধুরী মুশতাকের নেতৃত্বে বাংলাদেশ থেকে ৫০ জনের একটা টিম কলকাতার অনুষ্ঠানে যোগ দেবে। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উদযাপন কমিটি কলকাতার ওয়ার্কিং চেয়ারম্যান ধীশংকর সেনগুপ্ত, যুগ্ম আহ্বায়ক আনসার উল হক ও বরুণ চক্রবর্তী। আন্তর্জাতিক এ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় গত বছরের ১১ অক্টোবর ঢাকার জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে। বঙ্গবন্ধুকে নিয়ে তৃতীয় অনুষ্ঠানটি হয় আগরতলায় গত ১৫ নভেম্বর আন্তর্জাতিক স্মারকগ্রন্থ লেখকদের হাতে তুলে দেয়ার মধ্যে দিয়ে। চতুর্থ অনুষ্ঠানটি হয় গত ১৩ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে। আন্তর্জাতিক স্মারকগ্রন্থের সম্পাদক ও ভারতের ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ড. দেবব্রত দেব রায় বলেন, বাংলা ভাষা রাষ্ট্র এবং বাঙালি জাতি রাষ্ট্র তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সুমহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপনের কাজ আমরা শুরু করেছিলাম গত বছরের ১০ মার্চ থেকে। সেই অনুষ্ঠানেই আমরা সিদ্ধান্ত করেছিলাম একটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থ আমরা প্রকাশ করবো। প্রায় দুশো জনের লেখা ও কবিতা নিয়ে এই আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি হয় গত এগারো অক্টোবর ঢাকার জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে। যে অনুষ্ঠানটি সবার হ্রদয় ছুঁয়ে গেছে। তিনি বলেন, আমাদের পঞ্চম তথা পরবর্তী কর্মসূচি হচ্ছে কোলকাতায়। আগামী তেইশ ও চব্বিশে জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে কোলকাতার বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটি এবং নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ। মহতী এই অনুষ্ঠানে ঢাকা থেকে যারা অংশগ্রহণ করবেন তাঁরা হলেন- একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা, বঙ্গবন্ধু উপাধি নির্মাতা রেজাউল হক চৌধুরী মুশতাক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহালনবীশ, ড. শাহাদাৎ হোসেন নিপু, কবি আসলাম সানি, কবি মাহাবুবা রহমান লাকি, অধ্যাপক রোকসানা পারভীন সাথী, শাহতাজ মুনমুন, চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব, শিমুল পারভীন, নাসিমা খান বকুল, তামান্না সারোয়ার নিপা, মানবাধিকার কর্মী খোরশেদ আলম বিপ্লব, কবি ডি কে সৈকত, প্রকাশক ও ছিটমহল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব এএসএম ইউনুস, সাংবাদিক প্রভাষ চৌধুরী, আবৃত্তি শিল্পী বাপী রহমান, একতেদার আলি ও জেসমিন বন্যা প্রমুখ। চট্টগ্রাম থেকে এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেবেন কবি বিভা ইন্দু, বিশিষ্ট বাচিক শিল্পী শাওন পান্থ, সংগীত শিল্পী সুবর্ণা রহমান, বাচিক শিল্পী ও অনুষ্ঠান উপস্থাপক দিলরুবা খানম ছুটি, শিল্পী প্রবীর পাল, অধ্যাপক সুমন হায়াত ও আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর প্রমুখ। কক্সবাজার থেকে অংশ নেবে বাচিক শিল্পী প্রতিভা দাশ। আগরতলা থেকে কোলকাতায় আয়োজিত এই মহতী অনুষ্ঠানে অংশ নেবেন নিয়তি রায় বর্মন, ড. বীথিকা চৌধুরী, কবি টিংকু রঞ্জন দাস, অধ্যক্ষ ড. দিলীপ সরকার, আবৃত্তি শিল্পী ড. মুজাহিদ রহমান, আবৃত্তি শিল্পী নন্দিতা ভট্টাচার্য, সুমিতা বর্ধন, সংগীত শিল্পী স্বর্ণিমা রায়, শিউলি বেগম, নাট্য শিল্পী সুস্মিতা ধর, আরশি কথার কর্ণধার শান্তনু শর্মা ভট্টাচার্য প্রমুখ। দিল্লি থেকে অনুষ্ঠানে অংশ নেবেন শিল্পী শম্পা দাশ, মেঘালয় থেকে ফাল্গুনী চক্রবর্তী, অসম থেকে অসমিয়া কবি বিপুল কুমার দত্ত। এছাড়াও বাংলাদেশের ময়মনসিংহ থেকে কবি রুবিনা আজাদ, পাবনা থেকে শফিক, রাজশাহী থেকে কবি কামরুল বাহার আরিফ, মাগুরা থেকে বিশিষ্ট কবি সিক্তা কাজল প্রমুখ অংশ গ্রহণ করবেন। ড. দেবব্রত বলেন, কোলকাতার অনুষ্ঠানটি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক অনুষ্ঠান। যদিও ছোট্ট একটি গ্রন্থও প্রকাশিত হবে। এটি আমাদের পঞ্চম অনুষ্ঠান। আগরতলা, ঢাকা, আবার আগরতলা, এরপর চট্টগ্রাম, পঞ্চম অনুষ্ঠান কোলকাতায়। এরপর ষষ্ঠ অনুষ্ঠান হবে দিল্লিতে। ত্রিপুরার এই শিক্ষাবিদ আরো বলেন, দুইদিনের অনুষ্ঠানের মধ্যে ২৩ জানুয়ারি সন্ধ্যায় কলেজ স্ট্রিটের কফি হাউসের উপরে বইচিত্র সভা গৃহে দুই দেশের লেখক কবি শিল্পী সাহিত্যিকদের যে মেলবন্ধন অনুষ্ঠান হবে।

১৫ই জানুয়ারি ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.