আবু আলী, ঢাকা ॥
আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ওপর দেশের জনগণের ৮৫ শতাংশই সন্তুষ্ট। আর ক্ষমতাসীন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থাশীল ৮৬ শতাংশ মানুষ। অন্যদিকে বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট মাত্র ৬ শতাংশ মানুষ। আর ২৫ শতাংশ মানুষ অসন্তুষ্ট।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম এক বছরের কার্যক্রমের ওপর পরিচালিত জনমত জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টারন্যাশনালের (আরআই) তরফ থেকে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে রিসার্চ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক অধ্যাপক আবুল হাসনাত মিল্টন, প্রধান সমন্বয়কারী কর্মকর্তা কাজী আহমদ পারভেজ ও সমন্বয়কারী কর্মকর্তা মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
অধ্যাপক আবুল হাসনাত মিল্টন বলেন, মতামত প্রদানকারীদের মধ্যে ৮০ ভাগ উত্তরদাতা জানায়, বর্তমান মেয়াদের প্রথম এক বছর আগের তুলনায় ভালো। গত ৭ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণে দেশবাসীকে তাঁর ওপরে আস্থা রাখতে বলার প্রেক্ষিতে শতকরা ৮৬ ভাগ উত্তরদাতা জানান, তারা তাঁর (প্রধানমন্ত্রী) ওপর আস্থা রাখেন, মাত্র ৩ ভাগ আস্থাহীনতার কথা জানান এবং ১১ ভাগ মতামতপ্রকাশ করেননি।
তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সফলতার বিষয়ে পরিচালিত জরিপের ফলাফলে বলা হয়, সবচেয়ে কার্যকরি মন্ত্রণালয় হিসেবে শতকরা ৩০ ভাগ উত্তরদাতা শিক্ষা, ২৮ ভাগ উত্তরদাতা সড়ক পরিবহন সেতু, ৯ ভাগ উত্তরদাতা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এবং বাকীরা অন্যান্য মন্ত্রণালয়কে বেছে নেন।
দক্ষতা ও সাফল্যের প্রেক্ষিতে মন্ত্রীদের মধ্যে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৩৬ ভাগ) এবং শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি (২৯ ভাগ)।
এতে বলা হয়, জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে শতকরা ৬৫ ভাগ উত্তরদাতা বর্তমানে বিএনপির রাজনৈতিক কর্মকান্ড নিয়ে কোন আলোচনা করতেই চাননি এবং ২৫ ভাগ উত্তরদাতা বিএনপির কার্যক্রম নিয়ে অসন্তষ্ট, মাত্র ৬ ভাগ উত্তরদাতা বিএনপির কার্যক্রমে সন্ত—ষ্ট। এর মধ্য দিয়ে জরিপ পরিচালনাকারী সংস্থাটির মনে হয়েছে, রাজনীতিতে বিএনপি গুরুত্ব হারাচ্ছে। জাতীয় পার্টির ব্যাপারেও উত্তরদাতাদের মধ্যে আগ্রহ কম পরিলক্ষিত হয়েছে বলেও জানানো হয়।
জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে শতকরা ৪৮ ভাগ উত্তরদাতা দেশে একটি শক্তিশালী বিরোধীদল থাকার প্রয়োজনীয়তা অনুভব করেন, ৩২ ভাগ মনে করেন দরকার নেই এবং ২০ ভাগ মতামত প্রদান করেন নি।
আরআই জানায়, দেশব্যাপী দৈবচয়ন পদ্ধতিতে ৮ হাজার ৩৯ জন মোবাইলফোন ব্যবহারকারীর মধ্যে পরিচালিত টেলিফোন জরিপে ৫ হাজার ৪শ’২৯ জন ফোন গ্রহণ করেন এবং তাদের মধ্যে ২ হাজার ২শ’ ৬৬ জন অর্থাৎ শতকরা ৪১ দশমিক ৭ ভাগ অংশগ্রহণকারী তাদের মতামত প্রদান করেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চলতি মেয়াদের প্রথম এক বছরে সাফল্যের শীর্ষে রয়েছে পদ্মা সেতু নির্মাণের অগ্রগতি। অপরদিকে সরকারের ব্যর্থতার শীর্ষে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি।
জরিপে অংশগ্রহণকারীদের কাছে সরকারের প্রথম বছরের সাফল্যের বিষয়গুলো জানতে চাইলে ২১ শতাংশ পদ্মা সেতু নির্মাণে অগ্রগতির কথা বলেন। সরকারের সাফল্যের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জরিপে অংশ নেয়া ১৪ শতাংশ দুদককে সরকারের সাফল্য হিসেবে উল্লেখ করেন।
এছাড়া সরকারের শীর্ষ সাফল্যের বিষয়গুলোর মধ্যে- যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, মাদক নিয়ন্ত্রণ, অবকাঠামোর সার্বিক উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ’র কথা উঠে এসেছে জরিপ প্রতিবেদনে।
অপরদিকে সরকারের প্রথম বছরের ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে জরিপে অংশগ্রহণকারীরা সবার ওপরে রাখেন দ্রব্যমূল্য বৃদ্ধিকে। জরিপে অংশ নেয়া ৩২ দশমিক ৮০ শতাংশই দ্রব্যমূল্য বৃদ্ধিকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। দ্বিতীয় স্থানে রয়েছে বেকারত্ব বৃদ্ধি। জরিপে অংশ নেয়া ১৬ দশমিক ৯০ শতাংশই বেকারত্ব বৃদ্ধিকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন।
এছাড়া জরিপে অংশ নেয়া ১২ দশমিক ৬০ শতাংশ পেঁয়াজ সংকট, ৮ দশমিক ৭০ শতাংশ আইন-শৃঙ্খলার অবনতি, ৬ দশমিক ৬০ শতাংশ রোহিঙ্গা সমস্যা, ৫ দশমিক ৫০ শতাংশ সুশাসনের অভাস, ৪ দশমিক ৬০ শতাংশ সড়ক দুর্ঘটনা বৃদ্ধি, ৩ দশমিক ৯০ শতাংশ যানজট সংকট, ১ দশমিক ৭০ শতাংশ পরীক্ষা অব্যবস্থাপনা, ১ দশমিক ২০ শতাংশ ধর্ষণ প্রতিরোধে ব্যর্থতা, ১ দশমিক ২০ যোগাযোগ ব্যবস্থার অবনতি, ১ শতাংশ ভিন্নমত দমন এবং ৩ দশমিক ৪০ শতাংশ অন্যান্য বিষয়কে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।
২৬শে জানুয়ারি ২০২০