Type Here to Get Search Results !

আইএসও সনদ পেলো ঢাকার ভারতীয় ভিসা সেন্টার

আবু আলী, ঢাকা ।। আন্তর্জাতিকমানের সেবা নিশ্চিত করায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও) সনদ লাভ করেছে ঢাকার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। ২৪ জানুয়ারি শুক্রবার ভারতীয় হাইকমিশনের তরফ থেকে এ তথ্য জানানো হয়।বার্তায় হাই কমিশনের ভাষ্যটি ছিল এমন ‘আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) মানসম্মত সেবা নিশ্চিত করায় আইএসও ৯০০১: ২০১৫ সনদ লাভ করেছে।' ২০১৮ সালের ১৪ জুলাই যমুনা ফিউচার পার্কে সমন্বিত ভিসা সেন্টার উদ্বোধন করা হয়।

২৫শে জানুয়ারি ২০২০