Type Here to Get Search Results !

শুক্রবার থেকে ভারতের সব রুটে ফ্লাইট বাতিল করল বাংলাদেশ

আবু আলী, ঢাকা ॥ করোনাভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত অন্যান্য দেশের মতো বাংলাদেশিদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এ কারণে ভারতের সব রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই রকম সিদ্ধান্ত নিয়েছে নভোএয়ার এবং ইউএস-বাংলাও। ফলে ১৩ মার্চ শুক্রবার থেকে শুক্রবার থেকে তাই বিমানের কোনো ফ্লাইট ভারতে যাবে না। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশের দুটি বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইনস। বিমান, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্স ভারতে প্রতি সপ্তাহে মোট ৩৭টি ফ্লাইট পরিচালনা করে থাকে। এর মধ্যে বিমান চলাচল করে কলকাতা ও দিল্লি রুটে। ইউএস বাংলার ফ্লাইট রয়েছে কলকাতা ও চেন্নাইয়ে। নভোএয়ারের ফ্লাইট রয়েছে কলকাতা রুটে। অন্যদিকে করোনা ভাইরাসের কারণে দিন দিন বিমানবন্দরে যাত্রী কমে যাচ্ছে। জরুরি প্রয়োজনে যারা দেশের বাইরে ছিলেন শুধু তারাই তাড়াহুড়ো করে দেশে ফিরছেন। এই ক’দিনে সেই সংখ্যাও কমে গেছে। যে কারণে বিমানবন্দর প্রায় যাত্রীশূন্য। বৃহস্পতিবার এমিরেটস্ এয়ারলাইন্সে ইটালি থেকে আসা আরও এক যাত্রীর শরীরে তাপমাত্রা বেশি পাওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দরের পরিচালক ইটালি থেকে আসা এই রোগীর সস্পর্কে তথ্য দেন। এ পর্যন্ত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আসা ১৩ জন যাত্রীকে হাসপাতালের কোয়ারেনটাইনে রাখা হয়েছে। আর ওই সব ফ্লাইটের অন্য যাত্রীদের হোম কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বর্তমানে বিশ্বে ১১০টি দেশে ছড়িয়ে গেছে। ৪ হাজারের বেশি লোক মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার মানুষ। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করে প্রত্যেকটি জাতি ও দেশকে এই রোগ প্রতিরোধে সার্বিক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে।

১২ই মার্চ ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.