আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে জাপানে সংসার ভাঙ্গার চিন্তা করছে অনেকে

    আরশি কথা
    পি.আর. প্ল্যাসিড, জাপান: পৃথিবী জুড়ে যেখানে করোনা ভাইরাস (কভিড-১৯) এ আক্রান্ত হবার আতংকে কাঁপছে পুরো মানব জাতি সেখানে ইয়াহু জাপান এবং লাইন পরিবেশন করেছে নতুন এক সংবাদ। জাপানে প্রতিনিয়ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও কোথাও কোন লকডাউনের সংবাদ এখন পর্যন্ত শোনা যায় নি। জাপানের সরকার প্রধান শিনজো আবে দেশের করোনা আক্রান্তর সংখ্যা প্রতিনিয়ত বাড়ার ফলে সার্বিক অবস্থার কথা চিন্তা করে জাপানের কোথাও লকডাউন ঘোষণা না করলেও সর্বত্র জরুরী অবস্থা ঘোষণা করেন। এ কারণে সচেতন জাপানি সবাই প্রায় ঘরে অবস্থান করছে। এসময় হঠাৎ করে স্বামীদের ঘরে লম্বা সময় থাকার কারণে দেখা যাচ্ছে স্বামী-স্ত্রী এবং ছেলে মেয়েদের মধ্যে নানা কারণে নিয়মিত ভুল বোঝাবুঝির সৃষ্টি বা নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে করে তাদের স্ট্রেস বাড়ছে। যে কারণে অনেকেই বিভিন্ন সামাজিক সাইটের মাধ্যমে অন্যদের সাথে এ নিয়ে শেয়ার করছে বা পরামর্শ করছে। যার পরিমান ক্রমেই বাড়ছে। এদের অনেকেই করোনা ভাইরাসের ফলে উদ্ভোত সমস্যার কারণে নিজেদের মধ্যে ডিভোর্স দেবার কথা ভবাছে বলে জানায়। যেহেতু এদের অধিকাংশ করোনা ভাইরাসের কারণেই ডিভোর্সের কথা ভাবছে এবং ক্রমেই এর সংখ্যা বাড়ছ তাই এর নাম দেওয়া হয়েছে করোনা রিকোন বা করোনা ডিভোর্স। অনেকেই এ নিয়ে আদালতের স্বরণাপন্য হলেও আদালত এ বিষয়ে কোন নিস্পত্তির সিদ্ধান্ত দিতে অস্বীকৃতি জানিয়েছে। যেসকল কারণে জাপানি কাপলরা এমন সিদ্ধান্ত নিতে চিন্তা করছে তার মধ্যে সনাক্ত করণ কারণ গুলো হচ্ছে, ১, বাইরে না যাবার কারণে স্বামী হঠাৎ করেই ঘরে থাকার ফলে টুকিটাকি কথার কাটাকাটির ফলে স্বামী স্ত্রীতে একে অপরের ভুল ধরা নিয়ে বিরোধ হচ্ছে, ২, বাসায় স্বামী স্ত্রী এবং ছেলে মেয়েদের সাথে একসাথে থাকার ফলে মন খুলে অন্যদের সাথে কথা বলতে না পারার কারণেও দেখা যাচ্ছে ঝামেলা শুরু হচ্ছে, ৩, করোনার কারণে একে অপরের সাথে চিন্তার ভিন্নতা দেখা যায়, এ নিয়ে কথা বলতে গেলেও ঝামেলা শুরু হচ্ছে, ৪, ছেলে মেয়েদের সাথে ঠিক ভাবে মেলা মেশা করতে না পেরেও শুরু হচ্ছে এক ধরনের ঝামেলা। উপরে উল্লেখিত কারণ গুলোর জন্যই মূলত বিরক্ত হয়ে বিষয়টি ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে। যদিও সূত্র এখন পর্যন্ত কোন ডিভোর্সের সংবাদ দেয় নি তবে ধারণার কথা বলা হচ্ছে শীঘ্রই এর একটা প্রতিক্রিয়া দেখা যাবে। ------------------- # ইয়াহু জাপান প্রচারিত সংবাদ

    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৯শে এপ্রিল ২০২০
    3/related/default