তিনি বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের থাবা থেকে রক্ষা পায়নি বাংলাদেশও।করোনা থেকে দেশের মানুষকে রক্ষায় জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে গ্রামে গ্রামে কর্মহীন মানুষের কাছে।কিন্তু এইসব মানসিক ভারসাম্যহীন(পাগল)মানুষের কাছে সাধারণত খাবার পৌঁছে না। এই মুহূর্তে কারো বাড়িতেও তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দোকান বন্ধ থাকায় দোকান থেকেও খাবার চেয়ে খেতে পারছে না।খুবই কষ্টে কাটছে তাদের জীবন। এই কষ্টটা অনুভব করতে পেরে আমি এই উদ্যোগ নিয়েছি। ইউএনও পূরবী গোলদার বলেন, সবাইকে একসাথে পাওয়া কঠিন। তাই বাজারের বিভিন্ন জায়গায়(যেসব পয়েন্টে তারা থাকে)ঘুরে তাদেরকে খুঁজে খাবারগুলো বিতরণ করেছি। আমরা সকাল ও দুপুরে রুটি, কলা, কেক, বিস্কিট, কমলা ও পানি দেব। আর রাতে ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে। এই ১০ জনের অধিকাংশই রাতে উপজেলা পরিষদ ভবনের বারান্দায় থাকে। তাই, রাতে হোটেল থেকে ভাত এনে তাদেরকে খাওয়াব।
১লা এপ্রিল ২০২০