Type Here to Get Search Results !

পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ


আবু আলী, ঢাকা ।। করোনাভাইরাসের বিস্তার রোধে আসন্ন পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান ও কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ সরকার। পহেলা এপ্রিল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ‘করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন ১লা বৈশাখ ১৪২৭ তারিখ বা এতদসময়ে সকল ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব বরাবর প্রেরণ করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষের অনুষ্ঠান না করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘এবার পহেলা বৈশাখের প্রোগ্রাম হবে না। পরিস্থিতির কারণে আমাদের বড় বড় জমায়েত এড়িয়ে চলতে হবে।’ এ ছাড়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

১লা এপ্রিল ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.