আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কড়া নজর রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ

    আরশি কথা

    আবু আলী, ঢাকা, আরশিকথা ॥ মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সীমান্তে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কড়া নজর রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মিয়ানমারে সেনাবাহিনীর রাষ্ট্রমতা দখলের ঘটনা সেদেশের অভ্যন্তরীণ ব্যাপার। তবে, সীমান্তে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাংলাদেশ সার্বণিক কড়া নজর রাখছে। ০১ ফেব্রুয়ারি সোমবার গণমাধ্যমকে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ‘পার্শ্ববর্তী ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় ঢাকা।’ এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের সঙ্গে পারস্পরিক উন্নয়নে সম্পর্ক বজায় রাখতে অবিচল ছিলাম এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও স্থায়ী প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে এই প্রক্রিয়াগুলো বজায় থাকবে।’ ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর থেকে প্রায় ১০ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। তাদের ফেরত পাঠানোই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলাও চলছে মিয়ানমারের বিরুদ্ধে। বারবার প্রচেষ্টা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন এখনও শুরু করা সম্ভব হয়নি। রোহিঙ্গারা বলছেন, রাখাইন রাজ্য প্রত্যাবাসনের উপযোগী নয়। কারণ, সেখানে নাগরিকত্ব, নিরাপত্তা এবং মৌলিক অধিকারের কোনো নিশ্চয়তা নেই।


    আরশিকথা বাংলাদেশ সংবাদ

    ১লা ফেব্রুয়ারি ২০২১
     

    3/related/default