আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবার মঙ্গলে হেলিকপ্টার ওড়ানোর উদ্যোগ নাসা'র

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    মঙ্গলে ইনজেনুইটি মার্স হেলিকপ্টার ওড়ানোর তোড়জোড় শুরু করল নাসা। তবে ৮ এপ্রিলের আগে এই মিশন কার্যকর হবে না। এই রোটোক্র্যাফ্টের ওজন মাত্র ৪ পাউন্ড বা ১.৮ কিলোগ্রাম। প্রথম ফ্লাইট ওড়ানোর আগে চেষ্টা করার আগে এই রোটোক্র্যাফ্ট এবং নাসা দুজনকেই কিছু মাইলস্টোন টপকাতে হবে। নাসার পারসেভের়্যান্স রোভারের পেটে রয়েছে এই ইনজেনুইটি। ২১ মার্চ রোভারটি গিটার কেসের আকারের একটি গ্রাফাইটের শিল্ড মোতায়েন করেছিল। এটি অবতরণের সময় ইনজেনুইটিকে সুরক্ষিত করে। রোভারটি বর্তমানে “এয়ারফিল্ডে” ট্রানজিটে রয়েছে। সেখানেই এটি ওড়ানোর চেষ্টা চালানো হবে। আগামী দিনে বৈজ্ঞানিক গবেষণার জন্য ইনজেনুইটিকে যাতে কাজে লাগানো  যায়, সেই চেষ্টাও করছেন বিজ্ঞানীরা। নাসার হেড কোয়ার্টারের প্ল্যাটেনারি সায়েন্ড ডিভিশনের পরিচালক লরি গ্লেজ এ কথা বলেছেন। ইনজেনুইটি হবে মঙ্গলে অন্য গ্রহ থেকে আসা প্রথম উড়ান। আর যদি এটি সফল হয় তবে বিজ্ঞানীরা তাঁদের গবেষণার ক্ষেত্র আরও প্রসারিত করতে পারবেন।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৪শে মার্চ ২০২১
     

    3/related/default