বর্তমান বর্ষের ১মার্চ পর্যন্ত রাজ্যে মোট ৩৩ হাজার,৪২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩৮৮জন। হাসপাতালে মারা গেছেন ৩৫৭ জন। আর বাড়িতে মারা গেছেন ৩১ জন। বিধানসভার অধিবেশনে দেওয়া তথ্য অনুযায়ী এ খবর জানা যায়। মৃত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের প্রক্রিয়া চলছে। প্রথম কিস্তিতে মোট ২৩টি পরিবারকে তিন লক্ষ টাকা করে সরকারি ভাবে আর্থিক সাহায্য করা হয়েছে। আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য ব্যক্তিদের অতিসত্বর সরকারি সাহায্য প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
২৪শে মার্চ ২০২১