আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জামিন পেলেন লালুপ্রসাদ যাদব

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


    ঝাড়খণ্ডের দুমকা ট্রেজারি মামলায় জামিন পেয়ে গেলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব । ঝাড়খণ্ড হাই কোর্ট শনিবার তাঁর জামিন মঞ্জুর করেছে। এবার ঘরে ফিরতে পারবেন তিনি। পশুখাদ্য কেলেঙ্কারিতে মোট চারটি মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ যাদব। এই বছর আগের তিনটি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার দুমকা ট্রেজারি মামলায় জামিন পেয়ে তিনি বাড়ি ফিরতে পারবেন। দুমকা ট্রেজারি মামলায় তাঁর বিরুদ্ধে ৩ কোটি ১৩ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। ২০১৭ সালের ডিসেম্বর থেকে তিনি জেলে রয়েছেন। তবে এই সময়ের বেশিরভাগটাই তাঁর ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে কেটেছে। সম্প্রতি তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় জানুয়ারিতে তাঁকে দিল্লির এইমসে ভরতি করা হয়। ১৯ ফেব্রুয়ারি জামিনের অবেদন করেন লালুপ্রসাদ।


    আরশিকথা দেশ-বিদেশ

    ১৭ই এপ্রিল ২০২১
     

    3/related/default