ভারতীয় হজ কমিটির তরফে বলে দেওয়া হয়েছে, করোনা ভ্যাকসিনের দু’টি ডোজ না নিয়ে হজ যাত্রায় অংশ নেওয়া যাবে না। অর্থাৎ টিকাকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করেই মক্কার উদ্দেশে পাড়ি দিতে পারবেন প্রত্যেক হজযাত্রী। কমিটির সিইও মাকসুদ আহমেদ খান এই ঘোষণা করেন। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রক এবং জেদায় ভারতীয় কনস্যুলেট জেনারেলের তরফে এনিয়ে নির্দেশিকা আসার পরই তা ঘোষণা করেন হজ কমিটির সিইও।২০২১ সালে যাঁরা হজ যাত্রায় অংশ নেওয়ার আবেদন জানিয়েছিলেন, সিইও তখনই তাঁদের করোনার প্রথম ডোজটি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাই এখন দ্বিতীয় ডোজটি নিতে পারলে হজ যাত্রায় কোনও বাধা থাকবে না। তবে হজ যাত্রীদের কী প্রমাণপত্র দেখাতে হবে, কিংবা পুরো প্রক্রিয়ার দেখভাল কীভাবে হবে, সে নিয়ে কোনও নির্দেশিকা এখনও হয়নি বলেই জানিয়েছেন মাকসুদ আহমেদ খান।
আরশিকথা দেশ-বিদেশ
১৬ই এপ্রিল ২০২১