করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যগুলি অক্সিজেনের সংকটে ধুকলেও রাজ্যে অক্সিজেনের সংকট নেই। বোধজং নগরে অক্সিজেন উৎপাদনের একটি প্লান্ট রয়েছে। দৈনিক এগারোশো সিলিন্ডারে অক্সিজেন উৎপাদনের ক্ষমতা রয়েছে এই প্লান্টে। রাজ্যে বর্তমানে গড়ে চাহিদা দৈনিক সর্বাধিক ১৭৫টি। এখানে দৈনিক ২৫০টি সিলিন্ডার অক্সিজেন উৎপাদন করা হচ্ছে। প্ল্যান্ট কর্তৃপক্ষের তরফে এই কথা জানানো হয়। প্রয়োজনে তারা করোনায় আক্রান্ত দুস্থ রোগীদের বিনামূল্যে অক্সিজেন দিতে চান। বহিঃরাজ্যে অক্সিজেনের অভাবে করোনা রোগীদের মৃত্যু হচ্ছে। এই খবর জানতে পেরে প্লান্ট কর্তৃপক্ষের তরফে দুঃখ প্রকাশ করে বলা হয় পরিবহন ব্যবস্থা বা বাইরে পাঠানোর মত পরিকাঠামো না থাকায় তারা বাইরে পাঠাতে পারছেন না। সরকার যদি এগিয়ে আসে তাহলে তাদের বহিঃরাজ্যে অক্সিজেন পাঠাতে কোন অসুবিধা নেই। করোনা বিধি মেনেই শ্রমিকরা এখানে কাজ করছেন বলে জানানো হয়। প্রতিদিন এখান থেকে জিবি এবং টিএমসিতেই বেশি অক্সিজেন যাচ্ছে। প্রসঙ্গত রাজ্য সরকার জিবি এবং আইজিএম হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানা গেছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৮শে এপ্রিল ২০২১