আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সঙ্কটকালে ভারতে অক্সিজেন পাঠাচ্ছে ভুটান

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ 


    করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে ভারতের নাজেহাল অবস্থা। পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার বিভিন্ন দেশ থেকে অক্সিজেন আমদানি করতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশের সঙ্গে ভুটান সরকার এগিয়ে এলো অক্সিজেন দিতে। থিম্পুর ভারতীয় দূতাবাস সূত্রে খবর, ভুটান সরকার অক্সিজেন পাঠানোর জন্য সংশ্লিষ্ট সমস্ত প্রক্রিয়া শুরু করেছে। থিম্পু থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। এতে বলা হয়েছে সংকটকালে ভারতে পাঠানো হবে ৪০ মেট্রিক টন অক্সিজেন। অক্সিজেন পাঠানোর জন্য সামদ্রুপজংখার জেলা প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে। অসমের সীমান্ত এলাকার এই ভুটানি জেলা থেকে অক্সিজেন ভর্তি ট্যাংকার যাবে। উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে ভুটান সরকারের ভূমিকা বিশ্ব জুড়ে প্রশংসিত। এখনও পর্যন্ত মৃত মাত্র এক জন। গত এক বছর ভুটান করোনা রুখতে গণস্বাস্থ্য কর্মসূচির বিপুল ব্যবহারিক প্রয়োগ করে বিশ্বে চমক তৈরি করেছে। চিন ও ভারতের মধ্যবর্তী দেশটির এই লড়াইয়ে চমকে গেছে গোটা বিশ্ব।


    আরশিকথা দেশ-বিদেশ

    ২৮শে এপ্রিল ২০২১
     

    3/related/default