Type Here to Get Search Results !

সাত বছরে প্রথম বার মোদির জনপ্রিয়তা নিম্নমুখী

বিশেষ প্রতিনিধি, আরশিকথাঃ


সাত বছর পর সজোরে ধাক্কা খেল মোদির জনপ্রিয়তা। বলছে একটি দেশি এবং একটি বিদেশি সমীক্ষা। কারণ অবশ্য কোভিড পরিস্থিতি। ২০১৯ লোকসভা নির্বাচনে ৩৭ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। বিরোধী কংগ্রেস পেয়েছিল মাত্র ১৯.‌৫ শতাংশ ভোট। ভারতীয় সংস্থা সিভোটার এবং মার্কিন সংস্থা মর্নিং কনসাল্ট এপ্রিলে দেশজুড়ে সমীক্ষা চালিয়েছে। সিভোটার–এর সমীক্ষা বলছে, দেশে এখন মাত্র ৩৭ শতাংশ মানুষই মোদিকে নিয়ে এখনও ‘‌সন্তুষ্ট’‌। ২০২০ সালেও এই হার ছিল ৬৫ শতাংশ। তখন ৬৫ শতাংশ মোদির কাজে সন্তুষ্ট ছিলেন। সিভোটার সংস্থার প্রতিষ্ঠাতা যশবন্ত দেশমুখ বলছেন, ‘‌কেরিয়ারের সবথেকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী।’‌ যদিও দেশে এখনও সবথেকে জনপ্রিয় রাজনীতিক মোদিই। একথা মানলেন তিনি। মার্কিন সংস্থার সমীক্ষা বলছে, এই সপ্তাহে মোদির জনপ্রিয়তা নেমেছে ৬৩ শতাংশে। ৩১ শতাংশই চরম বিরোধিতা করছেন মোদির। কারণ দেশে কোভিড পরিস্থিতি। মাসের শুরুতে চার লাখের বেশি দৈনিক সংক্রমণ ছিল দেশে। এখন মৃত্যুতে রোজ রেকর্ড চলছে। দেশে অক্সিজেন নেই, ওষুধ নেই। টিকা নেই। এসবের জন্য সাধারণ মানুষ সরকারের ভুল নীতিকেই দায়ী করছেন।


আরশিকথা দেশ-বিদেশ

১৯শে মে ২৯২১ 
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.