ফের মুখোমুখি মোদি-মমতা। বৈঠকে বসবেন করোনা পরিস্থিতি নিয়ে। বৃহস্পতিবার (২০ মে) ভার্চুয়ালি এই বৈঠক হবে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম বৈঠকের মাধ্যমে মুখোমুখি বসতে চলেছেন মমতা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের তরফে উপস্থিত থাকতে পারেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্যসচিবও। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার বঙ্গের ৯ জেলার জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। বাংলার পাশাপাশি আরও ৯ টি রাজ্যের জেলাশাসকের সঙ্গেও কথা বলার পরিকল্পনা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু বুধবার নবান্নের তরফে জানানো হয়, বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী।
আরশিকথা দেশ-বিদেশ
১৯শে মে ২০২১