Type Here to Get Search Results !

সংক্রমণমুক্ত হলেও শরীরে করোনার প্রভাব থাকছে ১২ সপ্তাহ : গুলেরিয়া

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


করোনামুক্ত হওয়ার পর মিলছে না স্বস্তি। শারিরীক দুর্বলতা, অসুস্থ ভাব সহ নানা ধরনের উপসর্গ দেখা দিচ্ছে শরীরে। ফলে আপনি সংক্রমণ মুক্ত হলেও শরীরে করোনার প্রভাব থাকছে অন্তত ১২ সপ্তাহ। এমনটাই জানাচ্ছেন অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।করোনা থেকে সেরে ওঠার পরও শরীরে মারণ ব্যাধির দাপট থাকছে কিনা বলতে গিয়ে সেই প্রসঙ্গে তিনি বলেন, “অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, করোনা মুক্ত কিন্তু জ্বর কমছে না। শ্বাসকষ্ট বহাল রয়েছে। হাতে ধরার ক্ষমতা লোপ পেয়েছে। ক্লান্তিতে মাথা তোলা দায় হচ্ছে। সারা শরীর যন্ত্রণা করছে। অনেকে মনে করছেন করোনা সংক্রমণ ছিল শরীরে এতদিন তাই এই অসুস্থতা রয়ে গিয়েছে। সম্পূর্ণ সঠিক নয় এই ধারণা। কোভিড আপনার শরীরে তেমন এফেক্ট ফেলতে না পারলেও আপনাকে অসুস্থ করে দিয়েছে। তাই, সেই রোগের জন্য যথাযথ চিকিৎসা করাতে হবে। সময় থাকতে চিকিৎসা করালে তবেই মিলবে সুরাহা। সঙ্গে অবশ্যই উপযুক্ত পথ্য এবং বিশ্রামের প্রয়োজন।” করোনা থেকে সেরে উঠলেও দীর্ঘ দিন ধরে শরীরে নানা উপসর্গ দেখা যাচ্ছে। যদি উপসর্গ, সুস্থ হওয়ার পরেও ৪-১২ সপ্তাহ ধরে দেখা যায় তখন সেটিকে ‘পোস্ট অ্যাকিউট কোভিড সিনড্রোম' বলা হচ্ছে। আর যদি উপসর্গ তিন মাসের বেশি সময় ধরে শরীরে পরিলক্ষিত হয় তাহলে সেটিকে ‘লং কোভিড সিনড্রোম’ বলা হয়ে থাকে। 


আরশিকথা দেশ-বিদেশ

২৫শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.