Type Here to Get Search Results !

"""এসো সাম্যের কবি""" -- সসীম আচার্য,ত্রিপুরা

"""এসো সাম্যের কবি"""
 

"গাহি সাম্যের গান 

     যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ 

     মুসলিম ক্রীশ্চান-"--

    দুখু মিঞা - তোমার এই

    অগ্নি শপথের নিনাদ আজ 

    প্রাসঙ্গিকতার দেয়ালে হানছে আঘাত

    বিভেদের ঝড়ো হাওয়ায়

    আজ তোমার সাম্যের স্বপ্ন

    হয়েছে লন্ডভন্ড।

    বিদ্রোহী কবি ,ওগো তারুণ্যের  কবি

    আজ তুমি কোথায়?

    চেয়ে দ্যাখো তোমার ডাগর চোখে

    আমরা তোমার একান্ত স্বজন

   তোমার সাম্যের সুর করেছি বেসুরো

   অবিশ্বাস আর জিঘাংসায়

    আমাদের হয়েছে পদস্খলন।

    ওগো প্রেমের কবি ওগো মানুষের কবি

    আবার তুমি এসো ফিরে 

    কলমই হোক তোমার বজ্রকন্ঠ

    আবার শুনাও সাম্যের গান

    জাগাও চেতনা নব কল্লোলে

    মনুষ্যত্ব যে আজ পথভ্রষ্ট॥


- সসীম আচার্য,ত্রিপুরা 


২৬শে মে ২০২১ 



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.