Type Here to Get Search Results !

চীনে জারি হল তিন সন্তান নীতি

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হলেও সে দেশেরই নাকি জনসংখ্যা কমছে। তাই তিন সন্তান নীতি জারি করল চীনের শি জিনপিং সরকার। সোমবারই ঘোষণা করা হয়েছে, একজন দম্পতি সর্বাধিক তিনজন সন্তান নিতে পারেন। এতদিন দুই সন্তান নীতি জারি ছিল চীনে। জনসংখ্যা হ্রাস পাওয়াতেই নয়া সিদ্ধান্ত সরকারের। ২০১৬ সালেই এক সন্তান নীতি থেকে বেরিয়ে এসেছিল চীন। তখন দুই সন্তান নীতি চালু করা হয়। তার পিছনেও ছিল একই কারণ। আরও একটি সমস্যা সম্প্রতি চীনে দেখা গিয়েছে। যুবকরা বিয়ের জন্য উপযুক্ত মেয়ে পাচ্ছেন না। কারণ মেয়ের সংখ্যা কমে যাচ্ছে চীনে। তখনই চীন সরকার ভাবনাচিন্তা শুরু করে। অবশেষে এক বৈঠকের পর শি জিনপিং সরকার তিন সন্তান নীতিতে সোমবার শিলমোহর দিল। ২০২০–র পরিসংখ্যান অনুযায়ী চীনে মহিলা পিছু সন্তানের হার ছিল ১.‌৩। তখন থেকেই চীন সরকার পরিকল্পনা শুরু করেছিল। 


আরশিকথা দেশ-বিদেশ

৩১শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.