বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ইউরোপ রিজিওনাল ডিরেক্টর হান্স ক্লুগ। তিনি জানিয়েছেন, জনগোষ্ঠীর ৭০ শতাংশের টিকাকরণ না হওয়া পর্যন্ত করোনাকে নির্মূল করা সম্ভব নয়। ভারতে পাওয়া বি.১৬১৭ স্ট্রেনের সংক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বেশিরভাগ দেশেই এখনও টিকাকরণের বেশিরভাগটাই বাকি রয়েছে। ভারতের কথা ভাবলে একটু হতাশ তো হতেই হবে। সংখ্যার হিসেবে প্রচুর টিকাকরণ হলেও দেশের জনসংখ্যার অনুপাতে এতদিনে দুই ডোজ টিকা পেয়েছেন মাত্র ৩.৪ শতাংশ মানুষ। এমতাবস্থায় সেই মাস্ক, স্যানিটাইজার এবং শারীরিক দূরতেবিধি পালনকেই একমাত্র উপায় বলে জানাচ্ছেন হান্স ক্লুগ। তিনি বলছেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। আসুন আমরা একসঙ্গে মিলে করোনাকে লাল কার্ড দেখাই।’
আরশিকথা দেশ-বিদেশ
৩১শে মে ২০২১