করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে তোলপাড় দেশ। দেশজুড়ে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন বাড়ি বা কাজের জায়গার ভেন্টিলেশন ব্যবস্থা নিয়ে। বদ্ধ জায়গায় ভাইরাসের দাপট বেশি। বদ্ধ কোনও জায়গায় দ্রুত ভাইরাস একজনের শরীর থেকে অন্যজনের শরীরে গিয়ে বাসা বাধতে পারে। সেই কারণেই করোনার সংক্রমণ এড়াতে খোলামেলা জায়গা রাখতে হবে।
যাতে সহজেই বাইরের হাওয়া ঘরে ঢুকতে পারে। বা ঘর থেকে হাওয়া যাতে বাইরে বেরোতে পারে। কেন্দ্রের ওই গাইডলাইনে আরও বলা হয়েছে, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকেও অবশ্যই ঘরগুলিতে হাওয়া ঢোকা-বেরনোর ব্যবস্থা রাখতে হবে। যে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালগুলিতে করোনার টিকাকরণ অভিযান চলছে, সেখানেও এই একই নিয়ম মেনে চলতে বলা হয়েছে। কেন্দ্রের ওই নির্দেশিকায় বলা হয়েছে, বাজে গন্ধ যেমন দূষণ ছড়ায় তেমনি বাইরের হাওয়া ঘরে ঢুকলেও করোনার সংক্রমণ এড়ানোর পক্ষে তা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। চলতি মাসের শুরুতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বদ্ধ ঘরে করোনাভাইরাসের সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা নিয়ে সতর্ক করেছিল।
আরশিকথা দেশ-বিদেশ
২০শে মে ২০২১