এবার মারণ করোনায় আক্রান্ত হলেন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং। তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন ৯১ বছরের এই তারকা অ্যাথলিট। যদিও তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। আপাতত চণ্ডীগড়ে নিভৃতবাসে রয়েছেন তিনি। সম্প্রতি মিলখার বাড়ির দুজন কাজের লোক করোনায় আক্রান্ত হন। তারপরই বাড়ির প্রত্যেকের টেস্ট নেগেটিভ এলেও, তাঁর রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাতে বিন্দুমাত্র চিন্তিত নন মিলখা। জানান, চিকিৎসকদের মতে তিনি তিন-চারদিনেই সেরে উঠবেন। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মিলখা বলেছেন, “বুধবার বিকেলে জগিং করে বাড়ি ফেরার পরেই শুনি আমার রিপোর্ট পজিটিভ। কিছুটা অবাকই হয়ে যাই। কারণ আমার দেহে কোনও উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ রয়েছি। চিন্তা করার কোনও কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন, খুব দ্রুত ঠিক হয়ে যাব।” ৯১ বছর বয়স হলেও এখনও কোভিডের টিকা নেননি মিলখা। তবে ঠিক করেছেন, কোভিড থেকে সেরে উঠলেই টিকা নিয়ে নেবেন। পাশাপাশি দেশবাসীকেও করোনার টিকা নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
আরশিকথা দেশ-বিদেশ
২০শে মে ২০২১