Type Here to Get Search Results !

পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের প্রবেশেও আরটিপিসিআর বাধ্যতামূলক : মমতা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


এবার থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা পশ্চিমবঙ্গে ঢুকলেও লাগবে আর টি পি সি আর সার্টিফিকেট । সাফ জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী এদিন বলেন, “কেন্দ্রীয়মন্ত্রীরা রাজ্যে এসে উস্কানি দিয়ে যাচ্ছেন। হামলা ও দাঙ্গার উস্কানি না দিয়ে আমি তাদের সংযত থাকতে বলছি। এবার থেকে বাইরে থেকে কেউ রাজ্যে এলে তাঁর আর টি পি সি আর সার্টিফিকেট আনতে হবে। না হলে আমরা আর টি পি সি আর করব। মন্ত্রী বা যেই আসুন সবার ক্ষেত্রে এই আইন সমানভাবে জারি থাকবে। এমনকি আমার ক্ষেত্রেও কার্যকর হবে।” উল্লেখ্য,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছেন বুধবার সকালে। রাজভবনে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি জানিয়েছেন রাজ্যে নির্বাচন পরবর্তী সংঘর্ষ বন্ধ করতে তিনি উদ্যোগ নেবেন। কিন্তু বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে চিঠি আসে রাজ্যের নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যকে সতর্ক করে। বৃহস্পতিবার কেন্দ্রীয় দল চলে আসে রাজ্যের সদর দফতর নবান্নে। সেখানে এসে তারা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে বৈঠক করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “একটা সরকার শপথ নেওয়ার ২৪ ঘণ্টা পার হয়নি। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় লেটার আর আজ সকালে টিম চলে এল। এসেছে আসুক, চা চেয়ে চলে যাক। কিন্তু কোনও ভাবেই রাজ্যে উস্কানি দিতে দেওয়া হবে না। কোচবিহারেও হিংসা চলছে। উদয়ন গুহকে মেরে হাত ভেঙে দিয়েছে। উত্তরপ্রদেশে দাঙ্গা হলে তো টিম যায় না, হাতরাস হলে তো টিম যায় না, ২৪ ঘণ্টা সরকারের কাটলো না এর মধ্যেই লেটার, টিম চলে আসছে?”


আরশিকথা দেশ-বিদেশ

৬ই মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.