Type Here to Get Search Results !

করোনার বলি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


করোনা আক্রান্ত হয়ে প্রয়াত রাষ্ট্রীয় লোক দল বা আরএলডি প্রধান অজিত সিং । বৃহস্পতিবার সকালে গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা। এপ্রিল মাসের ২০ তারিখ করোনায় আক্রান্ত হয়েছিলেন উত্তরপ্রদেশের দাপুটে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং। ভরতি ছিলেন গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কৃষক নেতা চরণ সিংয়ের পুত্র অজিত সিং ভারতীয় রাজনীতিতে পরিচিত নাম। দীর্ঘ ১৫ বছর আমেরিকার কম্পিউটার ক্ষেত্রে চাকরি করেছেন তিনি। পরে দেশে ফিরে বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে যোগ দেন। জাঠ অধ্যুষিত পশ্চিম উত্তরপ্রদেশের অবিসংবাদী নেতা তিনি। এই এলাকার বাঘপত লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। তবে ঘনঘন দলবদল ও জোটসঙ্গী বদল নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। উল্লেখ্য, ভিপি সিংয়ের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন অজিত সিং। আবার পি ভি নরশিমা রাওয়ের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী ছিলেন তিনি। যদিও ১৯৯৬ সালে কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ২০০১ সালে অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভারও কৃষিমন্ত্রী ছিলেন তিনি।


আরশিকথা দেশ-বিদেশ

৬ই মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.