Type Here to Get Search Results !

ত্রিপুরা থেকে ফেরা তিন বাংলাদেশির শরীরে করোনা ভাইরাস শনাক্তঃ বাংলাদেশ

প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো অফিস,আরশিকথাঃ

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ফেরা তিন বাংলাদেশি শরীরে করোনা ধরা পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফেরা বাংলাদেশিদের করোনা টেস্ট করালে তিন জনের শরীরে তা শনাক্ত হয়। মঙ্গলবার ( ১৮ মে) সন্ধ্যায় ওই তিনজনের নমুনার ফলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই যাত্রীরা দুই মাস আগে ভারতের চেন্নাইসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন।

এর আগে একই পথে ভারত থেকে দেশে ফিরে আসা এক নারীসহ দুজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে আখাউড়া দিয়ে আসা পাঁচজন করোনা (কোভিড-১৯) পজিটিভ হয়েছেন। নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ঢাকার মোহাম্মদপুরের এক তরুণী (২৭), গাজীপুরের এক ব্যক্তি (৫৪) ও বগুড়ার এক নারী (৪৯) রয়েছেন। তাদের মধ্যে দুজনকে জেলার বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে একটি আবাসিক হোটেলের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দেশে আসার পর পরই করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। আখাউড়া ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১৩ মে ও ১৪ মে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে দেশে ফেরাদের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ওই তিনজনের নমুনার ফল পজিটিভ আসে। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ভারত থেকে আসা আরও তিন নাগরিক নতুন করে করোনা পজিটিভ হয়েছেন। তবে তাদের শরীরে শনাক্ত হওয়া করোনাভাইরাস ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট কিনা, সেটি জানতে তাদের জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বলেন, করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদের আজ বুধবার সকালে জেলা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। আখাউড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। তবে দুদেশে আটকাপড়া নাগরিকরা বিশেষ অনুমোদন নিয়ে নিজ দেশে ফিরেছেন। কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশে আটকেপড়া ভারতীয় নাগরিকরা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ভারতীয় হাইকমিশনের তালিকা মোতাবেক নিজ দেশে বহির্গমন করেছেন। অন্যদিকে ভারতে আটকেপড়া বাংলাদেশিরা আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র নিয়ে দেশে ফেরত আসছেন। গত ২৬ এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ৬৭৭ জন পাসপোর্টধারী বাংলাদেশি আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট একাধিক সূত্র জানায়, এ পথে ভারত থেকে ফিরে আসা বাংলাদেশিরা যে করোনা (কোভিড-১৯) টেস্ট সার্টিফিকেট নিয়ে দেশে ফিরছেন, তাদের অনেকেই ভুয়া রিপোর্ট নিয়ে প্রবেশ করেছে। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সচেতনমহল জোর দাবি জানিয়েছেন।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

১৯শে মে ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.