বরাক উপত্যকার অনুকবিতা...
#এক
দর্শকের সামনে দাঁড়িয়ে রয়েছে একটা ভাষানদী
নদীর একপারে কমলারা এখনো আসে যায়!
#দুই
হে প্রেমিকা,উপত্যকা হয়ে ভেসে আসা মায়েদের আর্তনাদ শোনা যায় না আর কালের কণ্ঠে!
#তিন
একই ভাষাকে ভালোবেসে পৃথিবীর দুই দেশে শহীদ হচ্ছে রোজ একটা করে বিস্ফোরক বাংলা কবিতা।
#চার
বরাক উপত্যকা জুড়ে এখনো মায়েরা শোনেন
পৃথিবীর প্রথম নারী ভাষা শহীদ কমলা ভট্টাচার্যদের ভাষা আন্দোলনের শব্দ।।
- রাহুল শীল, ত্রিপুরা
১৯শে মে ২০২১