Type Here to Get Search Results !

করোনা : আগামী ১২৫ দিন খুব কঠিন সময়, সাবধান করল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


করোনা পরিস্থিতি নিয়ে সাবধান করল কেন্দ্র। শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রক তথা নীতি আয়োগের স্বাস্থ্য সদস্য ভিকে পল। এদিন তিনি জানান, “সংক্রমিতের সংখ্যা ধীরে ধীরে কমছে। এটা বিপদ সংকেত। আগামী ১০০-১২৫ দিন করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য খুব কঠিন সময়।” স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা জানিয়েছেন, ভারত এখনও সামগ্রিক অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা (হার্ড ইমিউনিটি)-য় পৌঁছয়নি। সেই কারণেই দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ভিকে পল বলেন, “করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি এখনও দেশে তৈরি হয়নি। দেশের বিভিন্ন প্রান্তে সংক্রমণের খবর আসছে। কিন্তু সেই সংক্রমণ আটকাতে হবে।” একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, আগামী ১২৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন করতে হবে।” তিনি আরও জানান, “করোনার তৃতীয় ঢেউ নিয়ে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশের প্রধানমন্ত্রীও সতর্ক করেছেন। অন্য দেশের পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে।” এ প্রসঙ্গে বলতে গিয়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া-সহ একাধিক দেশের কথা তুলে এনেছেন তিনি। শুধু তাই নয়, মাস্ক ব্যবহারে অনীহা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। 


আরশিকথা দেশ-বিদেশ

১৬ই জুলাই ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.