খার্চি উপলক্ষে রাজ্যপালের শুভেচ্ছাঃ ত্রিপুরা

আরশি কথা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য খার্চি উৎসব উপলক্ষে ত্রিপুরাবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, চৌদ্দ দেবতা উৎসব হচ্ছে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরী সম্প্রদায়ের বংশপরম্পরায় পূজিত দেবদেবীর উৎসব। খার্চি পূজার সময় চৌদ্দ দেবতার মন্দিরে এক সপ্তাহ ধরে পূজা-অর্চনা চলে। প্রতি বছর জুলাই মাসে অষ্টমী তিথিতে পূজা শুরু হয়। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রার্থনা জানাতে ও উৎসব উদযাপনের আবেদন করেছেন রাজ্যপাল। এ উপলক্ষে তিনি আগামী দিনগুলিতে ত্রিপুরাবাসীর জন্য সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

১৫ই জুলাই ২০২১
 

3/related/default