আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিদ্যুৎ পরিষেবা উন্নয়নের লক্ষ্যে 34 টি পাওয়ার সাবস্টেশন স্থাপনের কাজ চলছে : উপমুখ্যমন্ত্রী, ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা, আরশিকথাঃ


    রাজ্যে বিদ্যুৎ পরিষেবা উন্নয়ন করার লক্ষ্যে ৩৪ টি পাওয়ার সাবস্টেশন স্থাপনের কাজ চলছে। বিদ্যুৎ পরিষেবার উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার করবুকে ৩৩ কেভি পাওয়ার সাব স্টেশনের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।

    ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এবং উত্তর-পূর্বাঞ্চল বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অধীনে এই ৩৩ কেভি পাওয়ার সাবস্টেশন নির্মাণ করা হয়েছে। পাওয়ার সাব স্টেশনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা বলেন, বিগত সরকার ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় ৯০ শতাংশ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করেছিল। কিন্তু বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করে নি। রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না করেই বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণ ও পরিকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, প্রত্যেকটি পাওয়ার সাবস্টেশন নির্মাণে প্রচুর অর্থ ব্যয় হয়। তাই তিনি সকলের কাছে আবেদন রাখেন বিদ্যুৎ বিল যেন কারোর বকেয়া না থাকে। এদিকে বিদ্যুৎ নিগমকে বিশেষ নজর রাখতে হবে। উপমুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের ইতিমধ্যেই বেশ কয়েকটি সাব স্টেশনের উদ্বোধন হয়েছে। বাকিগুলি আগামী ডিসেম্বর মাসের মধ্যে চালু করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর এম এস কেলে। গ্রিড কর্পোরেশন লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার এস আই সিং, বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা, বিধায়ক রঞ্জিত দাস, এমডিসি কাঙজাওঙ্গ মগ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবিঃ সংগৃহীত

    ২২শে জুলাই ২০২১
     

    3/related/default