Type Here to Get Search Results !

ভারতে পাচারের ৬ বছর পর বাংলাদেশে ফিরলেন দুই নারীঃ বাংলাদেশ

আবু আলী ঢাকা, আরশিকথা ।। ভারতে পাচারের শিকার দুই নারীকে ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে সোপর্দ করে। পাচার হওয়ার ছয় বছর পর দেশে ফিরলেন তারা। ফেরত আসা নারীদের একজন হলেন- যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা। অপরজন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনি সহায়তা দিতে ভুক্তভোগীদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা এবিএম মুহিত জানান, ভাল কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে ওই নারীরা ছয় বছর আগে ভারতে যান। সে সময় পাচারকারীরা তাকে ভাল কাজ না দিয়ে বোম্বাই শহরে ঝুকিপূর্ণ কাজে ব্যবহার করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে বোম্বাই রিমান্ড গায়ঘাট পাটনার নামে একটি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরত আনা হয়। ফেরত আসা নারীরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তাহলে আইনি সহয়তা করা হবে বলেও জানান এবিএম মুহিত।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

২০শে জুলাই ২০২১