আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জাপানে কাদাস্রোতে ভেসে গেল বাড়িঘর, নিখোঁজ কমপক্ষে ১৯

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ


    শনিবার সকালে জাপানের রাজধানী টোকিওর আটামি এলাকায়  লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ কাদাস্রোতে ভেসে গেল সারি সারি বাড়িঘর। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। অর্ধনিমজ্জিত আগ্নেয়শিলা দ্বারা গঠিত ভূমির ঢালে অবস্থিত আটামি শহর। এলাকায় একাধিক উষ্ণ প্রস্রবণের জন্য পরিচিত। শনিবার সকালে হঠাৎই কাদামিশ্রিত কালো ঘোলা জলের সঙ্গে আবর্জনা ধেয়ে আসে শহরের দিকে। অসহায় অবস্থায় এদিক ওদিক ছুটতে আরম্ভ করেন স্থানীয়রা।  বর্তমানে উদ্ধারকার্য চলছে বলে জানা গিয়েছে। বিপর্যয় মোকাবিলার বাহিনীর এক আধিকারিক জানান, এখনও পর্যন্ত ১৯ জনের কোনো খোঁজ মেলেনি। উল্লেখ্য,চলতি সপ্তাহের শুরু থেকেই জাপানে ভারী বৃষ্টিপাত চলছে। দেশের মধ্য এলাকার নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। 


    আরশিকথা দেশ-বিদেশ

    ৩রা জুলাই ২০২১
     

    3/related/default