রাজ্যে ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে। এডিস মশা এই রোগের জীবাণু বহন করে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ড্রেনগুলিতে এই ধরনের বিশেষ প্রজাতির মাছের পোনা ছাড়া হচ্ছে। এই মাছ ডেঙ্গু জীবাণু বহনকারী এডিস মশার লার্ভা খেয়ে ফেলে।
মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের এই কর্মসূচিতে ছিলেন আগরতলা পুর নিগমের নব নির্বাচিত মেয়র দীপক মজুমদার। তিনি পরামর্শ দেন মানুষ যেন ড্রেন পরিস্কার রাখেন, জল যেন জমতে না দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর তিনি আরো বিষদে বিষয়টি দেখবেন বলে জানান।এদিকে স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, মানুষকে সতর্ক থাকতে হবে। চিকিৎসার ব্যবস্থা রয়েছে হাসপাতালে। জ্বরের সঙ্গে ঘাড়, মাথা ও চোখের ভেতর ব্যথা অনুভব হলে সঙ্গে সঙ্গেই ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বলেন ওই আধিকারিক। প্রসঙ্গত রাজ্যে এখন পর্যন্ত ১৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৭ই ডিসেম্বর ২০২১