Type Here to Get Search Results !

আন্তর্জাতিক মানের শিক্ষা দিতেই বিদ্যাজ্যোতি প্রকল্প আনা হয়েছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


রাজ্যে রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে। রক্তদান মানে মানব ধর্ম পালন করা। আজকের দিনে মানব ধর্ম পালন করাই হলো সবচেয়ে বড় কাজ। বৃহস্পতিবার জিরানীয়াস্থিত বিবেকানন্দ শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠার রজত জয়ন্তী বর্ষ উদযাপন এবং স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, রক্তের বিকল্প এখন পর্যন্ত কোনও বিজ্ঞানী আবিষ্কার করতে পারেননি। মানুষের মাধ্যমে রক্তদান করে এর চাহিদা পূরণ করা হয়। আজ প্রতি দুই সেকেন্ডে এক ইউনিট রক্তের প্রয়োজন হয়। রাজ্যে রক্তের বিশেষ প্রয়োজন রয়েছে। বিশেষ করে থ্যালাসেমিয়া, ক্যান্সার, অ্যানিমিয়া, অপারেশনের রোগী কিংবা দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য রক্তের প্রয়োজন হয়। কারোর প্রয়োজনে রক্ত দিতে পারলে মনে একটা মানসিক শান্তি, তৃপ্তি আসে। তিনি স্বামীজীর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই বাণী উচ্চারণ করে বলেন, আমরা কেউই ভগবানকে দেখি না। মানুষ রূপেই ভগবান বিদ্যমান। মানুষের সেবা করলেই ভগবানকে সেবা করা হলো। মানুষকে খুশি করলেই ভগবানকে খুশি করা হলো। তাই তিনি রক্তদানের মতো মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি স্বামীজীর জীবন স্মৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন তিনি নিজের জন্য কিছুই করেননি। মানুষের জন্য সেবা করে গেছেন। তিনি আরও বলেন, রক্তদান একটি সামাজিক কাজ। তিনি যুব সমাজকে নেশা থেকে দূরে থাকতে আহ্বান জানান। কারণ নেশা হলো একটা অভিশাপ। রাজ্য সরকার নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত হতে তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। তিনি বিদ্যাজ্যোতি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা দিতেই এই প্রকল্প আনা হয়েছে। তিনি বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেছেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বসাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানীয়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন রীতা দাস, কাউন্সিলার দুলাল চন্দ্র দাস, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তপন দাস, সম্পাদক হারাধন সাহা, বিবেকানন্দ শিশু নিকেতন পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক সুজিত বরণ সাহা প্রমুখ। এই রক্তদান শিবিরে ১৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন।


আরশিকথা ত্রিপুরা সংবাদ

৬ই জানুয়ারি ২০২২
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.