পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার বিকেলে দলের রাজ্য কার্যালয়ে এ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী পাঞ্জাবের কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি এদিন কংগ্রেসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে সর্বোচ্চ ষড়যন্ত্র রচনা করেছিল বলেও অভিযোগ করেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
ছবিঃ সুমিত কুমার সিংহ
৬ই জানুয়ারি ২০২২