Type Here to Get Search Results !

সব ভাষাকে রক্ষা করা এবং তাঁকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সবার সামনে তুলে ধরা উচিতঃ আরশিকথা হাইলাইটস

২০১৬ সালের এক সংবাদ সূত্রে জানা যায় পৃথিবীতে ২৫০ এর বেশী ভাষা পরিবার রয়েছে। ভাষাবিদরা জানিয়েছেন পৃথিবীর মানুষ ৬,৮০০ ভাষায় কথা বলে। ভাষাবিদরা অনুমান করছেন পৃথিবীতে এমন একটা সময় আগামীতে আসছে যেখানে ৫০ থেকে ৮০ শতাংশ ভাষা বিলুপ্ত হয়ে মাত্র ৬ থেকে ৭টি ভাষায় কথা বলবে মানুষ।যেমন পালি, প্রাকৃত ইত্যাদি ভাষার কোন অস্তিত্ব আজ প্রায় নেই বললেই চলে। ব্রিটেনে কোরনিশ ভাষা জানা একমাত্র মহিলার মৃত্যুর পর তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। এইভাবে আজ অবধি পৃথিবীর বহু ভাষা ও ভাষা কেন্দ্রিক সংস্কৃতি আজ মৃতবৎ। পৃথিবীতে বসবাসকারী প্রত্যেক জনগোষ্ঠীরই নিজস্ব কিছু ভাষা সংস্কৃতি রয়েছে। সেইসব ভাষা সংস্কৃতিকে রক্ষা এবং সংরক্ষণ করা আমাদের কর্তব্য। জাতিসংঘ সনদ সহ অন্যান্য আন্তর্জাতিক ঘোষণাপত্রে মাতৃভাষাকে মানবাধিকার হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। পৃথিবীর যেকোনো জনগোষ্ঠী সংখ্যাতত্বের হিসেবে যত ক্ষুদ্রই হোক না কেন তারা নিজস্ব ভাষাকে আকড়ে ধরেই বাঁচতে চায়, পরিচিত হতে চায়। তাই আগামীদিনেও সব জনগোষ্ঠীর সহায়ক হয়ে ভাষাকে রক্ষা করা এবং তাঁকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সবার সামনে তুলে ধরার কর্মসূচিতে অঙ্গীকারবদ্ধ থাকা উচিত।


সূত্র: আরশিকথা পত্রিকা

(প্রকাশিতঃ ২৬ অক্টোবর ২০১৬)


আরশিকথা হাইলাইটস 

২১শে অক্টোবর ২০২২